Homeজেলার খবরBaranagar: বরানগর পুরসভার উদ্যোগে শুরু হল "বরানগর নাট্যোৎসব ২০২৩"

Baranagar: বরানগর পুরসভার উদ্যোগে শুরু হল “বরানগর নাট্যোৎসব ২০২৩”

Published on

 

 

 

পল্লব হাজরা , বরানগর: মানব জীবনে ঘটে চলা ঘটনাগুলির শৈল্পিক অভিব্যক্তি প্রকাশ পায় নাটকের মাধ্যমে। নাটকে নাট্যকার মানুষের হাসি কান্না, প্রেম বিরহ, দ্বন্দ্ব-সংঘাত ও সামাজিক প্রেক্ষাপট শৈল্পিক ভঙ্গিমায় ফুটিয়ে তোলেন। গ্রীসের এথেন্স শহর নাটকের উৎপত্তিস্থল হলেও , কালের পরিবর্তনে তা ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। শতাব্দী ধরে চলে আসা নাটক ডিজিটাল(Digital) সময় দাঁড়িয়ে কিছুটা ভাটা পড়লেও নাট্যপ্রেমী মানুষের সংখ্যা নেহাত কম নয়।

 

তাই নাট্যপ্রেমী ব্যক্তিদের কথা মাথায় রেখে বরাহনগর পুরসভার উদ্যোগে সোমবার সন্ধ্যায় শুভ উদ্বোধন হল বরাহনগর নাট্যোৎসব ২০২৩। যা এবছর নবম তম বর্ষে পদার্পণ করল। ৮ই মে থেকে ১২ই মে প্রতিদিন বিকেল ৫টায় বরাহনগর পৌরসভার রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে নাটক মঞ্চস্থ হবে।

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে নাট্যোৎসবের শুভ সূচনা করেন দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়। উপস্থিত ছিলেন বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, উপপুরপ্রধান দিলীপ নারায়ণ বসু সহ অন্যান পুরপ্রতিনিধি।

 

অধ্যাপক সৌগত রায় জানান, বরাহনগরে কিছু দিন আগে মিটেছে বই মেলা, এরপর নাট্যোৎসব যার ফলে তিনি বেশ আনন্দিত। এই উৎসব সম্পূর্ণ চেয়ারপার্সন ও নির্বাচিত পৌর প্রতিনিধিদের প্রচেষ্টায় হচ্ছে। তাদের সকলকে অভিনন্দন। ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন থিয়েটারের মাধ্যমে লোকশিক্ষা হবে। তাই এই উৎসবের মধ্যে দিয়ে লোকশিক্ষা হবে এমনটাই আশাবাদী সাংসদ।

বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক বলেন, নাটক এমন একটা বিষয় যেখানে সমাজের একটি মুখ উঠে আসে। তা হতে পারে সামাজিক ব্যাধি কিংবা সামাজিক উৎসব। সিনেমায় রুপালি পর্দা থেকে নাটক প্রেক্ষাগৃহে বসে দেখা এক অন্যরকম অনুভূতি। পাশাপাশি অপর্ণা মৌলিক বরাহনগর নাট্যোৎসবে প্রত্যেক মানুষকে আসার জন্য অনুরোধ জানান ।

 

 

সোমবার সন্ধ্যায় চাকদহ নাট্যজন প্রযোজিত গিরিশচন্দ্র ঘোষ অনুপ্রাণিত নাটক বিল্বমঙ্গলকাব্য মঞ্চস্থ হয়। মঞ্চে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় দেবশঙ্কর হালদার কে। নাটকের শুরুতে দর্শক সংখ্যা কম থাকলেও সময়ের সাথে সাথে বাড়তে থাকে দর্শকদের ভিড়। প্রবেশ অবাধ পরপর পাঁচ দিন হতে থাকা নাটকে দর্শকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।

 

 

Latest News

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

More like this

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...