পল্লব হাজরা,বরানগর: বরানগরের (Baranagar) দ্বায়িত্ব কাঁধে তুলে নিতেই জনসংযোগে ঝাঁপিয়েছেন বরানগরের নবনির্বাচিত বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়(Sayantika Banerjee)। বিধায়ক সম্পর্কিত দাবি ও অভিযোগ জানাতে আগেই বিধায়ক কার্যালয় খোলার ঘোষণা করেছিলেন সায়ন্তিকা। তবে বরানগরবাসীর আরও কাছাকাছি পৌঁছে যেতে মঙ্গলবার বরানগর রবীন্দ্রসদনে একটি কিউ আর কোড-এর (QR code) আনুষ্ঠানিক উদ্বোধন করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
প্রত্যেকটি ওয়ার্ডে টানানো থাকবে এই বিশেষ কিউ আর কোডটি(QR Code)। কোনও অভিযোগ অথবা দাবি বিধায়কের কাছে তুলে ধরতে স্ক্যান করার মাধ্যমে খুলে যাবে একটি আবেদনপত্র। যেটি পূরণ করে জমা দিলেই সরাসরি চলে যাবে বরানগর কেন্দ্রে নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নজরে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা জানান, “নির্বাচিত হওয়ার পরে এটি আমার প্রথম প্রয়াস ‘পাশে আছি সায়ন্তিকা’। কিছু দিনের মধ্যেই বিধায়ক কার্যালয়ে খুলে যাবে। তবে জরুরি ভিত্তিতে কিছু অভিযোগ জানাতে গেলে বিশেষ ভাবে সাহায্য করবে এই কোড। তবে ভবিষ্যতে মানুষের পাশে সশরীরে উপস্থিত থাকবেন থাকবেন সায়ন্তিকা এমনটাই তিনি জানান।
যেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায়, বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ অন্যান্য কাউন্সিলর।
বিধায়কের নয়া উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত বরানগরবাসী। তবে ভবিষ্যতে কতটা কার্যকরী হবে এই উদ্যোগ সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ।