পল্লব হাজরা,বরানগর: দেশ জুড়ে লোকসভা ভোটের(Loksabha Election 2024) পাশপাশি এ রাজ্যে চর্চার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় বরানগর কেন্দ্রর উপনির্বাচন(Baranagar by Election 2024)।প্রাক্তন বিধায়ক তাপস রায় তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যাওয়ায় উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হিসেবে দায়িত্ব তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকাও শেষ পর্যন্ত কথা রাখলেন। প্রতিপক্ষ থেকে ৮০১৮ ভোটের ব্যবধানে বরানগরে জয় ছিনিয়ে নিয়ে এলেন তারকা প্রার্থী। জয়ী হয়ে মুখে তাঁর চওড়া হাসি।
প্রতিপক্ষকে বরাবরই হালকা হিসেবে দেখেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। তবে লড়াইটা যে ততটা সহজ হবে না তা আগেই থেকে আঁচ পেয়েছিল বরানগর। কারণ প্রতিপক্ষ একদিকে পদ্মশিবিরে সজল ঘোষ ওপর দিকে সিপিএম প্রার্থী বরানগরের ভুমিপুত্র তন্ময় ভট্টাচার্য্য।
নির্বাচন প্রাক্কালে বরানগরে অলিগলিতে জনসংযোগে ঝাঁপিয়েছেন প্রতিটি রাজনৈতিক দল। উপনির্বাচনের দিন অনেকটাই বদলে গেছিল বরানগরের নিজেস্ব চিত্র। খবর পেয়ে একাধিক বুথে ভুয়ো ভোট রুখরে ছুটে গেছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। অপর দিকে বরানগর ১৪ ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধির সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএম প্রার্থী নিজেই। কেন্দ্রের বেশ কিছু ওয়ার্ডে সজল ঘোষকে ঘিরে শুরু হয় গো ব্যাক স্লোগান।
৪জুন নির্বাচনের ফল ঘোষণার দিন বেলা ১২টায় সজল ৪৫০ ভোটে এগিয়ে থাকলেও বেলা বাড়তে সজলকে টপকে যান সায়ন্তিকা। জয়ের খবর কানে আসতেই উল্লাসে ফেটে পড়ে তৃণমূল সমর্থর। সকাল থেকেই ভোটগণনা কেন্দ্রে জড়ো হতে দেখা যায় সমর্থকদের ভিড়। সায়ন্তিকার জয়ের খবর ছড়িয়ে পড়তে কেন্দ্র বরানগর মেতে ওঠে সবুজ আবিরে।