প্রার্থী ঘোষনার আগে পর্যন্ত স্থানীয় স্তরে বেশ কিছু নেতৃত্বের নাম উঠে আসলেও শেষমেশ তারকা প্রার্থীর নাম চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস। বরানগর বিধানসভার উপ নির্বাচনে(Baranagar by Election)শেষমেশ সায়ন্তিকার উপরেই ভরসা রাখল দল।
২০২১ বিধানসভা নির্বাচনে প্রথম বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে টিকিট পান অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে বিপক্ষে বিজেপি প্রতিদ্বন্দ্বী নীলাদ্রিশেখর দানার কাছে হেরে যান। নির্বাচনে জয়ের আসন ছিনিয়ে নিতে না পারলেও সাংগঠনিক ভিত মজবুত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। তবে সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী না করায় দলীয় পদ থেকে সরে আসতে চেয়ে দলে চিঠি দেন সায়ন্তিকা। অভিমানী সায়ন্তিকার মানভঞ্জন করার চেষ্টায় বরানগরকেই বেছে নিয়েছে জোড়াফুল শিবির এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
অন্যদিকে গত মঙ্গলবার উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি(BJP) নেতৃত্ব। তাতেই উঠে এসেছে কলকাতা ৫০ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সজল ঘোষের নাম।
সম্প্রতি ঘাস ফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়(Tapas Roy)। যার জেরে বিধায়ক শূন্য হয়ে পড়ে বরানগর। আগামী ১জুন লোকসভা নির্বাচনের পাশাপাশি উপনির্বাচন (Baranagar By Election)হবে বরানগর বিধানসভা কেন্দ্রে যার ফল ঘোষণা ৪জুন।
বরানগর এর পাশাপাশি ইদ্রিস আলী প্রয়াত হওয়ায় ৭মে তৃতীয় দফা লোকসভা নির্বাচনের দিন উপনির্বাচন হবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। পদ্ম ফুলের প্রতীকে মুর্শিদাবাদ ভগবানগোলার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দলে প্রার্থী হয়েছে ভাস্কর সরকার। ১৮ তম লোকসভা নির্বাচনে পাশাপাশি দেশ জুড়ে মোট ২৬ টি বিধানসভায় উপনির্বাচন হবে। যার মধ্যে এই রাজ্যে রয়েছে দুটি কেন্দ্র বরানগর ও ভগবানগোলা। লোকসভা নির্বাচনের সঙ্গে ৪জুন ঘোষণা হবে বিধানসভা উপনির্বাচনের ফল।