পল্লব হাজরা, বরানগর: শনিবার সকালে খাবার সরবরাহ করতে এসে (Baranagar) বাড়ির গৃহকর্ত্রীর গলার চেন ছিনতাই করে পালালো এক দুষ্কৃতী। শুধুমাত্র গলার অলংকার ছিনতাই নয় বৃদ্ধার মাথা ভারীবস্তু আঘাত করে ওই দুষ্কৃতী।
দুঃসাহসিক ঘটনাটি ঘটে বরানগর (Baranagar) ১৯৫/১/১ গোপাল লাল ঠাকুর রোড সংলগ্ন বেহালা পাড়া অঞ্চলে। আর পাঁচটা দিনের মতোই শনিবার সকালে বাজারে গিয়েছিলেন বাড়ির গৃহকর্ত্রীর বুলু গোস্বামী। পিছন থেকে আসছিল ওই দুষ্কৃতি এমনটাই অভিযোগ। বাড়ি ঢুকতেই বৃদ্ধা মহিলার সাথে হয় ধস্তাধস্তি। বৃদ্ধার গলার চেন ছিনিয়ে ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করে ওই যুবক। ঘটনায় সিঁড়ি থেকে পড়ে যান ষাটঊর্ধ্ব বৃদ্ধা। গুরুতর আঘাত পান তিনি। আর্তনাদের শব্দ শুনে ছুটে আসেন ঘরে গৃহকর্তা বিবেকানন্দ গোস্বামী। তবে সেই মুহূর্তে পলাতক ছিনতাইকারী। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তিনটি সেলাই পড়ে বৃদ্ধার মাথায়।
ঘটনা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। আক্রান্তের স্বামী, বিবেকানন্দ গোস্বামী অভিযোগ করেন শনিবার সকাল দশটায় বাজার করে ফিরছিলেন স্ত্রী বুলু গোস্বামী। পিছনে আসছিল ওই দুষ্কৃতি যদি সেই মুহূর্তে সন্দেহ হয়নি। তবে ঘরের সিঁড়িতে ঢুকে স্ত্রীর চিৎকার শুনে বেরিয়ে আসতে দেখি গলার অলংকার ছিনিয়ে পালাচ্ছে দুষ্কৃতি, রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী। যুবকের গায়ে ছিল গোলাপি রঙের টিশার্ট তাতে লেখা সুইগি(Swiggy)। মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা এবং মাথায় টুপি। ঘটনার বিবরণ দিতে গিয়ে আতঙ্কে কেঁদে ফেলেন গৃহকর্তা বিবেকানন্দ গোস্বামী।
শনিবারেই বরনগর থানায় পরিবার সূত্রে দায়ের করা হয় লিখিত অভিযোগ। সেই মুহূর্তে ঘটনার সিসিটিভি(CCTV) ক্যামেরার ফুটেজ তুলে দেওয়া হয় থানার হাতে। সিসিটিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখে তদন্ত নেমেছে বরানগর থানার পুলিশ।
তবে দিনে দুপুরে বরানগর বেহালা পাড়ার মতো জনবহুল এলাকায় দুষ্কৃতিবাজের হামলায় নিরাপত্তার অভাববোধ করছেন পরিবারের সকলে। কবে এই দুষ্কৃতি পুলিশের জালে ধরা পড়ে সেই দিকেই তাকিয়ে গোস্বামী পরিবার।