পল্লব হাজরা, বরানগর: শহরতলির বুকে ফের মাথাচাড়া দিয়ে উঠছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। বরানগরের (Baranagar ) মাতা মনমোহিনী নগরের বাসিন্দা স্বপ্না নন্দীর সঙ্গে শনিবার সকালে যা ঘটল, তা ফের একবার এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে অজ্ঞাতপরিচয় বাইক আরোহীদের হাতে সোনার চেন খোয়ালেন তিনি। এই ঘটনায় শুধু স্বপ্নাদেবী নন, গোটা এলাকা জুড়েই ছড়িয়েছে আতঙ্ক।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বনহুগলি লেকের দিকে হেঁটে যাচ্ছিলেন স্বপ্না নন্দী। বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডের একটি অভিজাত আবাসনের কাছে পৌঁছতেই আচমকা পিছন থেকে একটি মোটর বাইক এসে দাঁড়ায়। হেলমেট পরিহিত দুই দুষ্কৃতী কিছু বুঝে ওঠার আগেই তাঁর গলার লকেট সহ সোনার চেনটি সজোরে টান মেরে ছিনিয়ে নেয়। চলন্ত বাইকের পিছনে দৌড়েও দুষ্কৃতীদের ধরতে পারেননি অসহায় স্বপ্নাদেবী। এই ঘটনায় তাঁর গলায় আঘাতও লেগেছে বলে জানা গিয়েছে।
ঘটনার আকস্মিকতায় হতবাক স্বপ্নাদেবী জানান, গত কয়েক মাস আগেও একই কায়দায় ওই অঞ্চলে আরও এক মহিলার গলার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি ও তাঁর পরিবার। এলাকার নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
এই চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে ইতিমধ্যেই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বপ্না নন্দী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও বরানগর অঞ্চলের একটি আবাসনের মধ্যে ছিনতাইয়ের চেষ্টা হয়। স্থানীয় বাসিন্দা সুপর্ণা ভট্টাচার্য্য দুষ্কৃতীদের বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেই ঘটনায় সুপর্ণাদেবী গুরুতর চোট পান। প্রতিবেশীরা ছুটে আসায় শেষ পর্যন্ত দুষ্কৃতীরা পালিয়ে গেলেও, পরবর্তীতে পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল।
বারবার এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। প্রাতঃ ভ্রমণ বা সন্ধ্যায় পথেঘাটে বের হতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। পুলিশের টহলদারি বাড়ানো এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা যায়।