পল্লব হাজরা, বরানগর: বছরের দিন গুলি ব্যবসায় উন্নতির আশায় স্থাপত্য ও শিল্পের সৃষ্টিকর্তা বিশ্বকর্মা পুজো আয়োজন করেছিল বরানগরে (Baranagar) স্বর্ণ শিল্পীরা। তবে পুজোর দিন ভোরে দোকানে চলবে দুষ্কৃতী তাণ্ডব! তা
দুঃস্বপ্নেও ভাবেনি বরানগর(Baranagar) ১৯ নং ওয়ার্ডে স্বর্ণশিল্পী। অভিযোগ বুধবার ভোর রাতে বরানগর মান্নাপাড়ায় একটি সোনার দোকানে হামলা চালায় পাঁচ জন দুষ্কৃতী। লাঠি রড নিয়ে রীতিমতো তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ। ছবিতে দেখা যায় স্বর্ণকার শিল্পীর উপর ঘুষি চালাচ্ছে এক দুষ্কৃতী। ভাঙচুর চালানো হয় আসবাবপত্রে ।ঘটনায় আক্রান্ত তিন জন। তাদের শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনার জেরে ব্যবসায়ীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
স্বর্ণ ব্যবসায়ী অভিজিৎ ব্যানার্জি(Avijit Banarjee) অভিযোগ করেন ভোর বেলায় আচমকাই দোকানের বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে ঢোকে পাড়ার কয়েকজন মত্ত যুবক। প্রত্যেকে ছিলেন মদ্যপ ব্যবস্থায়। ভিতরে ঢুকে লোহার রড লাঠি দিয়ে আক্রমণ করে স্বর্ণ শিল্পীদের। ঘটনায় তিনজনের আঘাত গুরুতর। অনুমান সন্দেহের বসে কোনো এক ব্যক্তির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দোকানে ঢোকে দুষ্কৃতী এমনটাই তিনি অভিযোগ করেন। ব্যক্তিকে না পেয়ে যুবকরা শিল্পীদের ওপর একের পর এক আঘাত করে। যদিও ওই ব্যক্তির সাথে দোকানের কোন সম্পর্ক নেই এমনটাই তার দাবি ।আক্রান্তদের স্থানীয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা কুণ্ডু(Sampa Kundu) বলেন ঘটনার খবর পেয়ে যোগাযোগ করা হয় বরানগর থানায়। পুলিশকে দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েক জনের খোঁজ চলছে। তবে কেন এই হামলা তা পুলিশ অবশ্যই খুঁজে বার করবে।
অপরদিকে ঘটনার তীব্র নিন্দা করেছে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি। সমিতির সভাপতি সুবীর ঘোষ এর দাবি ঘটনায় একজন গ্রেপ্তার করা হলেও বাকিদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে পরবর্তী সময়ে স্বর্ণ শিল্পীদের ওপর হামলা না হয় ।
ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত নেমেছে বরানগর থানার পুলিশ। ইতিমধ্যেই একজন গ্রেফতার হলেও খোঁজ চলছে বাকি হামলাকারীদের।