Baranagar News: বিজেপির পরিবর্তন সভাকে ঘিরে তুলকালাম বরানগরেসভা ভেস্তে দিতে তৃণমূলের বাধা অভিযোগ বিজেপির

পল্লব হাজরা , বরানগর: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে এক চুল জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয়পক্ষ। ইতিমধ্যে বরানগর (Baranagar News)বিধানসভার একাধিক জায়গায় বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা আয়োজিত হয়েছে। একাধিক সভায় নিয়মিত যোগ দিচ্ছেন বিজেপি নেতা সজল ঘোষ।

সোমবার সন্ধ্যায় বিজেপির সেই পরিবর্তন যাত্রা ঘিরে বিজেপি তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো তুলকালাম বরানগর ১২ নম্বর ওয়ার্ডের মতিলাল মল্লিক লেন।মাইক হাতে তৃণমূলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান পাল্টা মঞ্চ থেকে জয় শ্রীরাম ধ্বনি বিজেপি সমর্থকের গলায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী। দুপক্ষকে সামাল দিতে পুলিশের রীতিমতো হিমশিম খেতে হয়। কর্মীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিজেপি নেতা সজল ঘোষ। বিজেপি নেতার আগমে বাড়তি উৎসাহ দেখা যায় বিজেপি সমর্থকদের। বরানগর ১২নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা দে এর সরাসরি মুখোমুখি হলে চলে দুই পক্ষের কথাকাটাকাটি। পরে মঞ্চে উঠে তৃণমূল সমর্থকদের স্লোগানের পাল্টা উত্তর দিতে শুরু করেন বিজেপি নেতা। সজল ঘোষ অভিযোগ করেন বিকেল ৫:৩০টা সভা শুরু থেকে চলছে এই অসভ্যতাম। যা অত্যন্ত দুর্ভাগ্যজন। গত বিধানসভা উপনির্বাচনে এই সকল ওয়ার্ড থেকে কোথাও তৃণমূল হেরেছে আবার এক দুই কিংবা পাঁচটি ভোটে তৃণমূল জিতেছে। ফলে এবার তারা বুঝে গেছে নির্বাচনে হার নিশ্চিত। এখানকার অধিকাংশ কাউন্সিলর তোলাবাজ বলে দাবি করেন সজল। তবে এই ঘটনার ফলে বিজেপির জয় ব্যাবধান অনেকটাই বাড়বে বলে আত্মবিশ্বাসী সজল ঘোষ। পাল্টা বরানগর ১২ নং ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে দাবি করেন বিজেপির সভা ঘিরে অঞ্চলে সব বহিরাগতদের আগমন ঘটেছে। এমনকি বিজেপির পক্ষ থেকে তাকে বাংলাদেশি বলে আক্রমণ করা হয়। সারা বছর এলাকার মানুষের পাশে আমি থাকি। আজ হঠাৎ এরা কারা ! SIR এর সময় এরা কোথায় ছিল বলে বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দেন সঞ্চিতা।

দীর্ঘ সময় দুই পক্ষের বাকবিতণ্ডায় অবশেষে রাত ৯টায় সভাস্থল ছাড়েন সজল ঘোষ। ধীরে ধীরে পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে।