পল্লব হাজরা, বরানগর: বিধায়ক হওয়ার শপথ গ্রহণের আগে বরানগরবাসীর (Baranagar) উদ্দেশ্যে সুখবর দিলেন সদ্য জয়ী তৃণমূল প্রার্থী। চলতি সপ্তাহে সায়ন্তিকা বলেন মানুষের সাথে সংযোগ বাড়াতে চালু করা হবে নতুন অ্যাপ(application)। যার মাধ্যমে বরানগরবাসী সরাসরি অভিযোগ অথবা দাবি জানাতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
বরানগরে (Baranagar) দীর্ঘদিন জমা জলের সমস্যা থাকলেও মা মাটি মানুষের সরকার আসার পর সাংসদ ও বরানগর পুরসভার(Baranagar Municipality) চেষ্টায় তা অনেকটাই সমাধান করা গেছে। ৩৪ বছর বাম আমলকে বিঁধে তিনি বলেন একসময় কোমর পর্যন্ত জল জমলে তা নামতে ৭দিন সময় লাগতো। এখনও বৃষ্টির জল জমে তবে জমা জল নিমেষে নেমে যায়।
অপরদিকে বিধায়কের সাথে বরানগরবাসীর যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করার জন্য বিধায়ক কার্যালয় খোলার ঘোষণা করেন তিনি। যেখানে মানুষে বিধায়ক সম্পর্কিত যে কোনো বিষয় কথা ও দেখা করার সুযোগ মিলবে।
সদ্য মিটেছে বরানগর বিধানসভার উপনির্বাচন(Baranagar by-election)। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়(Sayantika Banerjee) ও পদ্ম শিবিরের সজল ঘোষের(Sajal Ghosh) কাঁটায় কাঁটায় টক্কর হলেও ৮১৪৮ ভোটে এগিয়ে জয়ের খেতাব ছিনিয়ে নেন সায়ন্তিকা।