পল্লব হাজরা, বরানগর: স্কুলে দুই পড়ুয়ার মধ্যে বচসা কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার বরানগর (Baranagar)১৪ নং ওয়ার্ড রবীন্দ্রনগর এলাকা। স্থানীয় সূত্রে খবর বুধবার স্কুলে দুই পড়ুয়ার ঝামেলা হলে রাতে বরানগর রবীন্দ্রনগর এলাকায় তিন বন্ধুকে নিয়ে অপর পড়ুয়ার বাড়িতে চড়াও হয়। স্থানীয় বাসিন্দা তা বাঁধা দিলে পরবর্তী সময় বিশাল দলবল নিয়ে পাড়ার বাসিন্দাদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। ঘটনার জেরে স্থানীয়দের সাথে হাতাহাতি তে জড়িয়ে পড়ে এলাকার বাইরে থেকে আগত একদল যুবক। স্থানীয় বুলু বিশ্বাস জানান সামান্য পড়ুয়াদের মধ্যে কথা কাটাকাটির জেরে এলাকায় এসে তান্ডব চালায় বহিরাগত কিছু দুস্কৃতী। বাইরে থেকে এসে এই তাণ্ডবে যথেষ্ট আতঙ্কিত ।
স্থানীয় অভয় পাল বলেন, স্কুলে দুই সহপাঠীর মধ্যে ঝামেলা হয়। পরে রাতে পড়ুয়া বেশ কিছু যুবককে নিয়ে স্থানীয় রবীন্দ্রনগরে চড়াও হলে আমরা বাঁধা দিই। পরবর্তীতে বরানগর আলামবাজার থেকে একদল যুবক রবীন্দ্রনগর এলাকায় চড়াও হয়। স্থানীয়দের উপর হাত তোলে। এমনকি ঘটনায় বাদ যায়নি মহিলারাও।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরানগর থানার পুলিশ ।বরানগর থানার আই সি- এর নেতৃত্বে বিশাল জমায়েত সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন পুলিশ। আলমবাজার থেকে ঘটনাস্থলে বরানগর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নীলু গুপ্তা ১৪ নম্বর ওয়ার্ড এর রবীন্দ্রনগরে আসতেই রীতিমতো তাকে ধমক দিতে দেখা যায় বরানগর থানার আইসি কে।
পুলিশ সূত্রে খবর এ ঘটনায় বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দুই পক্ষের ৫জন ঘটনায় আহত হয়েছে।