আইপিএল-এ ধারাভাষ্যকারদের কড়া নির্দেশ দিল বিসিসিআই (BCCI’s Strict instructions)। সেই সঙ্গে সচেতন কড়া হয়েছে ১০টি দল এবং ক্রিকেটারদের। সোশ্যাল মিডিয়ায় আর ইচ্ছেমতো ছবি বা ভিডিও পোস্ট করতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তেমনি কোনও দল লাইভ ম্যাচের ভিডিও দিতে পারবে না সোশ্যাল মিডিয়ায়। একটি সর্ব ভারতীয় ইংরেজি দৈনিকে উল্লেখ কড়া হয়েছে, সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার আইপিএল-এ ধারাভাষ্য দেওয়ার ভিডিও তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই বিসিসিআই-এর তরফে তাঁকে ভিডিওটি ডিলিট করতে বলা হয়। কিন্তু বেঁকে বসেন ঐ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ধারাভাষ্যকারদের সোশ্যাল মিডিয়া পোস্টে নজরদারি চালাচ্ছে বিসিসিআই-এর একটি টিম। তাঁরই এক সদস্য ভিডিওটি ডিলিট করতে বলেছিলেন। প্রসঙ্গত, ঐ প্রাক্তন ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ায় ১০ লক্ষের বেশিও ফলোয়ার আছে। যদিও আইপিএল-এর নিয়ম ভঙ্গ করেছিলেন ঐ প্রাক্তন ক্রিকেটার। শেষে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করে ফলোয়ারের নিরিখে ফায়দা তোলা থেকে ব্যক্তি বা দলগুলিকে বিরত রাখতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও আইপিএল সম্প্রচারকারী সংস্থাগুলি। বিশেষ করে ম্যাচের দিন কড়াকড়ি বেশি থাকবে। বিসিসিআই ইতিমধ্যেই ধারাভাষ্যকার, ক্রিকেটার, আইপিএল দলের কর্ণধার, সমস্ত দলের সোশ্যাল মিডিয়া ও কনটেন্টের দায়িত্বপ্রাপ্তদের কাছে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জানা গিয়েছে এক ধারাভাষ্যকারের ইনস্ট্যাগ্রামের লাইভ ভিডিও পোস্ট ১০ লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছিল। লাইভ ম্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় একটি দলের ৯ লক্ষ টাকা জরিমানাও ধার্য কড়া হয়েছে।
টিভি সম্প্রচারের দায়িত্বে থাকা স্টার ইন্ডিয়া ও ডিজিটালের স্বত্বাধিকারি ভায়াকমই একমাত্র লাইভ ম্যাচ সহ নানা কনটেন্ট প্রকাশ করতে পারবে, বাকিরা নয়। আইপিএল-এর কোনও দলই সরাসরি ফুটেজ নিয়ে বা ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করতে পারবে না। ম্যাচের দিনের কিছু নির্দিষ্ট সংখ্যক ছবিই তারা পোস্ট করতে পারে। বিসিসিআই ও আইপিএল-এর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি আইপিএল-এর দলগুলি ও ধারাভাষ্যকাররা রিপোস্ট করতে পারে।
বোর্ডের এক কর্তার কথায়, সম্প্রচারকারী সংস্থাগুলি আইপিএল-এর স্বত্ব কিনতে বিপুল অর্থ ব্যয় করে থাকে। ফলে ধারাভাষ্যকাররা ম্যাচের দিন মাঠের কোনও জায়গা থেকে কোনও ছবি বা ভিডিও পোস্ট করতে পারেন না। আইপিএল-এর দলগুলি ম্যাচ আপডেট দিতে পারে, কিন্তু ইচ্ছেমতো কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে পারে না। নিয়ম ভাঙলে জরিমানা হবে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নিয়ম বিরুদ্ধভাবে কিছু ক্রিকেটারও সোশ্যাল মিডিয়ায় ম্যাচের দিনের ছবি দিয়েছিলেন। তাঁদের সেগুলি ডিলিট করতে বলা হয়েছে।