BD Police Officer Detained: ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের পুলিশ অফিসার গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত

বসিরহাট: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে গ্রেফতার করা হয়েছে (BD Police Officer Detained)। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাঁকে আটক করে বিএসএফ। রবিবার বসিরহাট মহকুমা আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আটককৃত পুলিশ অফিসারের নাম আরিফুর জামান, তার বাড়ি বাংলাদেশের নেহাল পাহাড়িতে। বিএসএফ সূত্রে জানা গেছে, তিনি কোনো বৈধ ভিসা বা কাগজপত্র ছাড়াই ভারত ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিলেন। বিথারী সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করার পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি আত্মগোপন করেছিলেন। জীবনের ঝুঁকি থাকায় তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

স্বরূপনগর থানার পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। আদালত আরিফুর জামানের জামিনের আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।