কলকাতার পর এবার সল্টলেকে (Salt Lake Beaten to Death) মোবাইল চোর সন্দেহে গণপিটুনির অভিযোগে পোলেনাইটে মৃত্যু হল ২২ বছরের এক যুবকের,পুলিশ তিনজনকে আটক করেছে।।
কলকাতার পর এবার সল্টলেক (Salt Lake Beaten to Death )। সেই মোবাইল চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ। সল্টলেকের পোলেনাইটে মৃত্যু হল ২২ বছরের এক যুবকের। তাঁর নাম প্রসেন মণ্ডল। শনিবার ভোরে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ইলেকট্রনিক্স কমপ্লেক্স (ETC) থানার পুলিশ তিনজনকে আটক করেছে। তাঁদের মধ্যে একজন আবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
শনিবার সকালে সল্টলেকের করুণাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রসেন মণ্ডল নামের এক বছর বাইশের যুবককে জখম অবস্থায় ভর্তি করানো হয়। যে ব্যক্তি ওই যুবককে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে এসেছিলেন, তাঁকে আটক করে পুলিশ। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পরে আরও দু’জনকে আটক করা হয়। জানা যায়, মোবাইল চুরির সন্দেহে ওই যুবককে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবারই কলকাতার বৌবাজারে উদয়ন হস্টেলে মোবাইল ফোন চুরির অভিযোগে বছর সাঁইত্রিশের ইরশাদ আলমকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওই হস্টেলের এক আবাসিকের মোবাইল ফোন চুরি গিয়েছিল। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। থানায় ফোন চুরির অভিযোগও দায়ের করা হয়েছিল।
শুক্রবার সকালে হস্টেলের পাশে এক দোকানের মালিক ছাত্রদের জানান, এক যুবক এলাকায় ঘুরঘুর করছেন। অভিযোগ, দোকানি বলার পরেই সকাল সাড়ে ৮টা নাগাদ হস্টেলের সামনে ফুটপাথ থেকে ইরশাদকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। যে দোকানে তিনি কর্মরত ছিলেন, সেখানকার মালিককে সাহায্যের জন্য ফোন করেছিলেন ইরশাদ।