Bhatpara: কাঁকিনাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

ভাটপাড়া: রবিবার সকালে ভাটপাড়া (Bhatpara) থানার কাঁকিনাড়া গঙ্গার ঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গঙ্গায় স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে বিশ্ব প্রতাপ দাস নামে এক যুবক। বিশ্ব প্রতাপ ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিখোঁজ যুবকের বাবা ইন্দ্রাসন দাস জানান, তার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিদিন ভোরে উঠে দৌঁড় প্র্যাকটিস করত এবং সকাল আটটায় বাড়ি ফিরত। কিন্তু রবিবার দেরি হওয়ায় তিনি ছেলেকে ফোন করেন। ফোনে বিশ্ব প্রতাপ জানায়, সে গঙ্গা ঘাটের সিঁড়িতে বসে বন্ধুদের সঙ্গে স্নান করছে। ইন্দ্রাসন বাবু ছেলেকে সাঁতার না জানায় জলে নামতে নিষেধও করেন। কিছুক্ষণ পর ফের ফোন করলে বিশ্ব প্রতাপের এক বন্ধু ফোন ধরে জানায়, তারা কাঁকিনাড়া গঙ্গার ঘাটে রয়েছে।

এরপর নিখোঁজ যুবকের পরিবারের লোকজন দ্রুত গঙ্গা ঘাটে এসে পৌঁছায় এবং বিশ্ব প্রতাপের খোঁজ শুরু করে। তবে দীর্ঘক্ষণ সন্ধান চালিয়েও তার কোনো হদিশ মেলেনি। তবে সিঁড়ি থেকে তার একটি কালো রঙের জামা উদ্ধার করা গিয়েছে। এরপর খবর দেওয়া হয় ভাটপাড়া থানায়।

পুলিশ ঘটনাস্থলে এসে ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের সন্ধান চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।