এর আগে আরজি করের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন (Bikash Mishra)। এবার কয়লা ও গোরু পাচারের অভিযুক্ত বিকাশ মিশ্রকে (Bikash Mishra) প্রিজন ভ্যানে তোলার সময় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। বিস্ফোরক অভিযোগ করলেন। আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার শুরু করে দেন বিকাশ (Bikash Mishra)। তিনি (Bikash Mishra) বলেন, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।
বিকাশ মিশ্র কয়লা ও গোরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত। সিবিআই তাকে গ্রেফতার করেছিল। বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। বিকাশ মিশ্রের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে। কালীঘাট থানায় বিকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কালীঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে আদালতে তোলা হয় রবিবার।আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় বিকাশ মিশ্র চিৎকার করতে থাকেন। তিনি বলেন, “আমাকে মারার চক্রান্ত চলছে। আমাকে মারার চক্রান্ত চলছে। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।” চিৎকার করতে থাকেন বিকাশ। তবে তাকে নিয়ে দ্রুত চলে যায় প্রিজন ভ্যান।
কয়লা ও গোরু পাচার কাণ্ডে সিবিআই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছিল। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এই প্রসঙ্গে তিনি বার বার নিজেকে নির্দোষ বলেন। তিনি সেই সময় বলেন, “‘৩৫ সপ্তাহ ধরে আমি সিবিআইয়ের কাছে হাজিরা দিচ্ছি। সই করছি আর চলে আসছি। সিবিআই চার্জশিটে আমার নাম জুড়ে দেওয়া হলেও কয়লাকাণ্ডে যোগের কোনও প্রমাণ নেই। লালার সঙ্গে মুখোমুখি জেরার কথা আমার জানা নেই। এখন আমি আইনি পরামর্শ নেবো। আর এই মামলায় আমি নির্দোষ।”
প্রসঙ্গত, বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। বিনয় মিশ্র কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত। তবে তার কাছে সিবিআই পৌঁছানোর আগেই বিনয় মিশ্র দেশ ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে সে বিদেশের নাগরিকত্ব পেয়েছে। সিবিআই তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। কালীঘাট থানায় সেই বিনয় মিশ্রের স্ত্রী বিকাশের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ করে।