একমাস প্রায় পূর্ণ হতে চলেছে শহরের বুকে ঘটে যাওয়া নক্কারজনক একটি ঘটনা। গত ৯ অগাস্টের ভয়াবহ ঘটনা, এক চিকিৎসকের নৃশংস হত্যা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য তথা দেশকে। যে অমানবিক ঘটনা ঘটেছে রাজ্যের বুকে তার প্রতিবাদে একাধিক অভিযোগে পথে নেমেছে প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। এদিন বিজেপির কার্যালয় মুরলীধর সেন লেনে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে আগামী কর্মসূচি জানিয়ে দিলেন।
শুভেন্দুর কথায়, “বিজেপির আন্দোলন রাস্তাতে আর বিধানসভার ভিতরে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। এর মাঝে একাধিকবার আমাদের অনেক কর্মী গ্রেফতার হয়েছেন জেল খেটেছেন। ছাত্রদের নবান্ন অভিযানে একই ঘটনা দেখা গিয়েছে। আলো জ্বালার কর্মসূচিতেও আমরা বিজেপির দলীয় পতাকা সরিয়ে আন্দোলনকে প্রত্যক্ষ সমর্থন করেছি। জেলাশাসকের দফতর ঘেরাও হয়েছে ব্লকে ব্লকে, ধরনা করেছে বিজেপি ও সাধারণ মানুষ সাফল্যের সঙ্গে। নবান্ন অভিযানে সায়ন লাহিড়ী, শুভঙ্কর-সহ ২০৪ জন যারা গ্রেফতার হয়েছিল তাদের পাশে ছিলাম আমরা আইনি ভাবে। লিগ্যাল সেল আমাদের সম্পূর্ণভাবে সঙ্গে থেকেছে । ২০৪ জনের মধ্যে আমরা ১৯৮ জনের জামিন করাতে পেরেছি।”
আগামী দিনে আরজি কর ইস্যুতে বিজেপির বিরাট কর্মসূচির কথাও জানিয়ে দেন শুভেন্দু। রাজ্যজুড়ে সমস্ত রেলস্টেশন, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা-সহ জনবহুল এলাকায় আরজি কর ঘটনার দ্রুত বিচার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পথসভা করার ঘোষণা বিরোধী দলনেতার।