নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ মহামারি ভাইরাসের মোকাবিলায় গত মার্চ মাস থেকে চলছে লকডাউন, এই পরিস্থিতিতে বন্ধ স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন আচার অনুষ্ঠান। তবে প্রত্যেক বছর গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে সমাজসেবী সংগঠন গুলোর উদ্যোগে রক্তদান শিবির এর মাধ্যমে রক্তের সংকট থেকে অনেকটাই মুক্তি পেত সাধারণ মানুষ।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে চলছে রক্তদান শিবির। সেই লক্ষ্যেই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৯ নম্বর আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
………………Advertisement……………..
জানা গিয়েছে যে, এই দিন এই রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন। এইদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, ৯ নম্বর অঞ্চল সভাপতি তনয় দণ্ডপাঠ, যুবনেতা হাবিবুল রহমান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।