শান্তিনিকেতন: গত মঙ্গলবার রাতে কোপাই নদী (Bolpur News) থেকে বালি তোলার দায় গ্রেপ্তার হয় স্থানীয় মহিষঢাল গ্রামের আদিবাসী দুই যুবক নয়ন হাঁসদা ও রঞ্জন মুর্মু। বালি তোলার অভিযোগে নদী এলাকা থেকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ । পরে থানায় নিয়ে গেলে শুরু হয় বিক্ষোভ।
বুধবার সকালে নাবালক ২ যুবককে গ্রেফতারের প্রতিবাদে মহিষঢাল গ্রামের কাছে বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার ব্যস্ত সড়কে শুরু হয় গ্রামবাসীদের অবরোধ। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাস্তা অবরোধে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। অবরোধকারীদের দাবি দীর্ঘদিন ধরে পুলিশের চোখের সামনে চলে আসছে বালি পাচারের কারবার। তবে সেক্ষেত্রে পুলিশ থাকে নিঃশ্চুপ। গ্রেপ্তার করতে দেখা যায় না রাঘব বোয়ালদের। দিন রাত ট্রাক ও ট্রাক্টরে করে চলে অবৈধ বালি পাচার। স্থানীয় দুই যুবক সামান্য দুই বস্তা বালি আনার জন্য গ্রেপ্তার হতে হয় যা খুবই দুর্ভাগ্যজনক।
স্থানীয় বাসিন্দাদের সাফ দাবি যতক্ষণ না দুই যুবককে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে ততক্ষণ চলবে এই অবরোধ।
অভিযুক্তের মা দাসী হাঁসদা জানান উঠনে কাজের জন্য দুই বস্তা বালি আনতে পাঠানো হয় বড় ও ছোট ছেলেকে। কোপাই নদী থেকে বালি তোলার সময় গ্রেপ্তার করে পুলিশ। সামনেই বড় ছেলের পরীক্ষা। পুলিশি গ্রেফতারিতে পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে বেড়েছে যথেষ্ট আশঙ্কা। তবে যতক্ষণ না দুই ছেলেকে পুলিশ নিঃশর্ত মুক্তি দেবে ততক্ষণ চলবে এই আন্দোলন ।
এদিন রাস্তায় লাঠি গাছের ডাল নিয়ে আন্দোলন প্রদর্শন করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের গ্রামবাসীরা। বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক স্তব্ধ হয়ে যাওয়ায় আটকে পড়ে পণ্যবাহী গাড়ি।