খাস কলকাতায় বিস্ফোরণ! বল ভেবে খেলতে যেতেই বিস্ফোরণ (Bomb Blast) হয়। ঘটনায় তিন কিশোর গুরুতর আহত হয়েছেন। খাস কলকাতায় এই ধরনের ঘটনা (Bomb Blast) ঘটেছে। পাটুলি থানা থেকে ১০০ মিটার দূরে একটি খেলার মাঠে শুক্রবার ঘটনাটি ঘটে। আহত কিশোরদের স্থানীয় হাসপাতালে (Bomb Blast) ভর্তি করা হয়েছে। তারমধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাটুলি থানা থেকে ১০০ মিটা দূরে এক মাঠে তিন কিশোর খেলছিল। সেই সময় এক কিশোর বম্বকে (Bomb Blast) বল ভেবে হাতে তুলে নেয়। তারপরেই বিস্ফোরণ (Bomb Blast) হয়। বিস্ফোরণে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। সেই সময় মাঠে তিন কিশোর যন্ত্রণায় (Bomb Blast) ছটফট করছিল। তিন কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়। কিন্তু তিন শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বাঙুর হাসপাতালে ন(Bomb Blast) স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর পাটুলি থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে। ঘটনাস্থলে হাজির হয়েছে বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে মাঠে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু এখনও সেভাবে কিছু পাওয়া যায়নি। এই বিস্ফোরণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটলে, সেক্ষেত্রে অন্যান্য জায়গায় কী হবে?
আতঙ্কিত হয়ে পড়েছেন পাটুলির স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, , “গরম পড়লে আমরা মাঠে এসে বসি। কোনওদিনও এমন হয়নি। এই প্রথম এরকম কোনও ঘটনা ঘটল।” ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “এতদিন মালদা, ভাঙড়ে বল ভেবে বোমা খেলতে গিয়ে বিস্ফোরণের কথা শুনেছি। কিন্তু, কলকাতায়ও এবার একই ঘটনা ঘটল। পাটুলি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপর লালবাজারের দরজায়ও এবার বোমা বিস্ফোরণ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।” তবে ঘটনায় স্থানীয় প্রশাসনের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।