স্পোর্টস ডেস্ক: আজ আবারও ভারতের মহিলা খেলোয়াড়দের উজ্জ্বল দিন। মঙ্গোলিয়ার (Mongolia) লুৎসাইখান আটলান্টসেটসেগ (Lutsaikhan Atlantsetseg)-কে ৫-০ স্কোরে উড়িয়ে দিয়ে সোনা (Gold) জিতে মহিলাদের বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন (IBA Women’s World Boxing Championship 2023) হলেন ভারতীয় বক্সার নীতু ঘাঙ্গাস (Indian Boxer Nitu Ghanghas)। শনিবার বিকেলে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হওয়া ৪৮ কেজির গ্রুপের ফাইনাল ম্যাচের প্রথম থেকেই চরম আক্রমণাত্মক মুডে ছিলেন ভারতীয় বক্সার নীতু।
Women's World Boxing Championship 2023 | Nitu Ghanghas becomes World Champion!
She bagged Gold by beating Lutsaikhan Atlantsetseg of Mongolia by 5-0 in the Final pic.twitter.com/azgfAxD7Jd
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) March 25, 2023
তারই ফলশ্রুতি যেন দেখা গেল ম্যাচের স্কোরেও। কোনওভাবেই মঙ্গোলিয়ার প্রতিযোগীকে লড়াইয়ে মাথা তুলতে দেননি তিনি। ম্যাচের শেষে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন (World Champion) হিসেবে রেফারি নীতুর হাত তুলে ধরতেই উল্লাসে ফেটে পড়েন স্টেডিয়ামে থাকা ভারতীয় সমর্থকরা। পরে নীতুর সহযোগীদের তাঁকে কাঁধে তুলে আনন্দে মাততেও দেখা যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের চারজন বক্সার বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। তার মধ্যে সেমিফাইনালের মতো ফাইনালের প্রথম ম্যাচে জিতে নিজের ক্যাটাগরিতে সবার আগেই বিশ্ব চ্যাম্পিয়ন হলেন নীতু।