বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার পর ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গেও পয়েন্ট হারাল ব্রাজিল (Brazil)। সালভাদরের ফন্তে নোভা অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েও গেরসনের দুর্দান্ত এক গোলে ১-১ গোলে ড্র করেছে।
রিয়াল মাদ্রিদের তারকা ফেদেরিকো ভালভের্দে ম্যাচের ৫৫ মিনিটে দারুণ এক বাঁকানো শটে উরুগুয়েকে এগিয়ে দেন। তবে মাত্র ৭ মিনিট পরই পেনাল্টি বক্সের বাইরে থেকে গেরসন দুর্দান্ত এক ভলিতে সমতা ফেরান। ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেল ব্রাজিল (Brazil)।
ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও ব্রাজিল (Brazil) খুব বেশি কার্যকর ফুটবল খেলতে পারেনি। ম্যাচের ৬১.৫ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি ১৮টি শট নিয়েছে ব্রাজিল, তবে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৩টি। উরুগুয়ে তুলনামূলকভাবে কম শট নিলেও (৮টি) পোস্টে রেখেছে ২টি শট।
প্রথমার্ধেই ব্রাজিল বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল। ৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টের পাশ দিয়ে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ইগর জেসুসের হেডও রুখে দেন উরুগুয়ের গোলকিপার সের্হিও রোচেট।
বিরতি থেকে ফিরে দ্রুত লিড নেয় উরুগুয়ে। ম্যাচের ৫৫ মিনিটে ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় দলটি। ম্যাক্সিমিলানো আরাহোর ঠেলে দেওয়া বলে বক্সের বাইরে থেকে দুরন্ত শট নেন ভালভার্দে। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা। ৬২ মিনিটে ব্রাজিলকে (Brazil) সমতায় ফেরান গারসন। এরপর আর গোল পায়নি কেউই। এই ম্যাচ শেষে লাতিল আমেরিকা অঞ্চলে ব্রাজিলের পয়েন্ট ১২ ম্যাচে ১৮। তালিকার পাঁচ নম্বরে আছে দলটি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ের অবস্থান দুইয়ে।