সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না ব্রাজিলের (Brazil Win)। বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচে হেরে বেশ ব্যাকফুটেই ছিল সেলেসাওরা। তবে, ইকুয়েডরের বিরুদ্ধে জয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। রদ্রিগোর গোলে চার ম্যাচ পর জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শনিবার ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল (Brazil Win)। দলের হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগো। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে স্বস্তিতে ভিনিসিয়াসরা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে দরিভালের দল। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট।
শুরুতে বেশ কয়েকটি আক্রমণ করলেও কিছুতেই কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল (Brazil Win)। সেলেসাওরা জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচের ৩০তম মিনিটে। লুকাস পাকেতার পাস থেকে বল পেয়ে উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রদ্রিগো। প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে বলটা না লাগলে রিয়াল মাদ্রিদ তারকার শট হয়তো ঠেকিয়ে দিতে পারতেন ইকুয়েডর গোলকিপার এরনান গালিন্দেজ। তার দুর্ভাগ্য বলের গতিপথ খানিকটা পাল্টে গিয়েছিল। যার ফলে পোস্টের মাঝে দাঁড়িয়েও বলের জালে আশ্রয় নেওয়া ঠেকাতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ সময়ে ইকুয়েডরের মোইসেস কেইসেদোর শট ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস গোললাইন থেকে ফিরিয়ে না দিলে নিশ্চিত সমতায় ফিরতে পারত ইকুয়েডর।
এরপর ম্যাচের ৬৫তম মিনিটে গতি ও পায়ের ঝলক দেখান ভিনিসিয়াস। তবে তার শট সহজেই ঠেকান ইকুয়েডর গোলরক্ষক। আট মিনিট পর আবার সুযোগ পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। গালিনদেসের চ্যালেঞ্জের মুখে এবার শট রাখতে পারেননি লক্ষ্যে। ম্যাচের শেষ সময়ে ফ্রি-কিক থেকে গোলের দারুণ সম্ভাবনা তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয় ইকুয়েডর।