পল্লব হাজরা, বরাহনগর: দেশে ও রাজ্যে করোনার দাপট অব্যাহত। তার মধ্যেই চোখ রাঙাচ্ছে ওমিক্রন। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চলছে প্রচার। শারীরিক দূরত্ববিধি, মাস্ক, সাবান, সানিটাইসার যে একমাত্র ভরসা তা স্পষ্ট করছেন চিকিৎসক মহল। ভিড়ের লাগাম টানতে ইতিমধ্যেই বাজার গুলিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ব্যারাকপুর, কামারহাটি, পানিহাটি সহ দক্ষিণ দমদম পৌরসভা। সেই পথেই এবার হাটতে চলেছে বরাহনগর পৌরসভা।
রবিবার বিকেলে বরাহনগর পৌরসভা ও বরাহনগর থানার যৌথ উদ্যোগে বাজার সমিতি গুলির সাথে বৈঠকে বসে উভয়পক্ষ। বৈঠকে সিদ্ধান্ত হয় সপ্তাহের সোম, বুধ, এবং শুক্রবার মাছ, সবজি , ফল ও মাংসের দোকান খোলা থাকবে। বাদবাকি সপ্তাহের চার দিন অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার বন্ধ থাকবে সমস্ত সবজি, মাছ , ফল ও মাংসের বাজার।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বরাহনগর পৌরসভার প্রশাসনিক মন্ডলের সদস্য দিলীপ নারায়ণ বসু জানান পরিস্থিতির উপর নজর রেখে বাজার সমিতি গুলির সাথে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে তিনদিন অর্থাৎ সোম, বুধ ও শুক্র বার বরাহনগর সমস্ত সবজি, মাংস, মাছ ও ফলের দোকান খোলা থাকবে। আগামী মঙ্গলবার থেকেই এই বিধিনিষেধ কার্যকর করা হবে। তিনি স্পষ্ট করেন বাইরে থেকে ভ্যানে আগত সবজি বিক্রেতাও এই নির্দেশিকার আওতায় থাকবেন। আগামী পনেরো দিন চলবে এই নিয়মাবলী। সময় পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অপর দিকে বাজার সমিতির সদস্যরা অনুরোধ করেন রবিবার ছুটির দিন সেই দিন লক্ষ্মী লাভের আশায় থাকেন বিক্রেতারা। রবিরার এই বিধি থেকে বিরত থাকলে ব্যবসায়ীরা কিছুটা উপকৃত হবেন।
যদিও বিষয়টা পরবর্তী সময়ে বিচার করা হতে পারে বলে পৌরসভার পক্ষ থেকে জানান হয়।
বরাহনগর থানার পুলিশ কর্তা দেবাশীষ পাহাড়ী জানান, ক্রেতা বিক্রেতা উভয়ের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক নইলে আইনত ব্যবস্থা নিতে তাঁরা বাধ্য হবেন।
এই দিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরাহনগর পৌরসভার কো অর্ডিনেটর, বরাহনগর থানার উচ্চপদস্থ পুলিশ কর্তা সহ বাজার সমিতির সদস্যরা।