Homeশিরোনামভুবন জুড়ে বীরভূমের " কাঁচা বাদাম গান" ভাইরাল করল কে?

ভুবন জুড়ে বীরভূমের ” কাঁচা বাদাম গান” ভাইরাল করল কে?

Published on

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: নেট দুনিয়াতে এবার ভাইরাল “সঙ্গ” ,বাদাম বাদাম, ‘ আমার কাছে পাবে বুবু কাঁচা বাদাম ।’ গত ২৮ নভেম্বর থেকে ব্যাপক শোরগোল পড়ছে নেট দুনিয়া জুড়ে।

বিনিময় প্রথা এখনো চালু রয়েছে বীরভূম দুবরাজপুরের লক্ষীনারায়ণ পুর পঞ্চায়েতর কাড়ালজুড়ি গ্রামে।
তার বিজ্ঞাপন বা প্রচার করতে গিয়ে ব্যবসায়ী শিল্পী গান বেঁধে প্রচার করেতে শুরু করেন। সেই গান কিন্ত ব্যাপক প্রিয় হতে থাকে নেট দুনিয়ার সকলের কাছে।

বিশেষ করে বাংলাদেশের যুবক যুবতীরা এই গান কে নিয়ে বেশি প্রচারের আলোয় নিয়ে আসে।

ভারতে কিন্ত চিনা অ্যাপ “টিকটক” বন্ধ আছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের তাতে ব্যাপক ভাবে ভিডিও বানিয়ে ভাইরাল হতে দেখা গেছে। বাদ পড়েনি ফেসবুক,ইউটিউব,ইন্সটাগ্রাম এর মত সোশ্যাল মিডিয়া। সেখানেও সেই ভিডিও বহিঃপ্রকাশ পাচ্ছে, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে তার প্রভাব বেশ পড়ছে।
মিলিয়ন দর্শক কিন্ত এমতো অবস্থায় দেখে ফেলেছে। অপরদিক তীরের গতিতে ভিউর্য়াস হচ্ছে। এই গানটি করেছে এক বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর।

এই গানের রহস্য ও ভাইরাল হাওয়ার কারণ সম্বন্ধে জানতে চাওয়া হলে ভূবন বাদ্যকর জানান যে, দীর্ঘ কয়েক বছর ধরে কাঁচা বাদাম বিক্রি করে আসছেন তিনি, তাই গ্রামের মানুষ জনের মন কাড়তে ও বাদাম বিক্রির জন্য। প্রথমে গলা ফাটিয়ে চিৎকার করতেন। পরবর্তী ওই শব্দ গুলোকো গুচ্ছিয়ে সুর দিয়ে গান আকারে শুরু করে। এর ফলে বাদাম বিক্রি বেশি বেড়েই গেছে। বেশ কয়েক দিন আগে সাইকেল ছেড়ে একটি পুরানো মটর বাইক কিনেছে ১৫ হাজার টাকা দিয়ে। এখন বাইক চালিয়ে বিক্রি করে কাঁচা বাদাম তাও আবার কিন্ত অর্থের বিনিময়ে না। ভাঙা মোবাইল ও সিটি গোল্ডের পুরানো গহণার বদলে।

পরিবার দুই পুত্র ও এক কন্যা সন্তান স্ত্রী আছে। কাঁচা বাদাম দিয়ে গহণা ভাঙা মোবাইল অংশ নিয়ে । এই দেওয়া নেওয়া পদ্ধতিতে ২০০ -২৫০ টাকা আয় হয় তার। তিনি আরও বলেন উনি একজন বাউল শিল্পী বেশ কয়েটা গ্রামের মঞ্চে গান ও গেয়েছেন। কিন্তু সংসার ও জীবন যাপনের জন্য শিল্পী ভাবনা কে দূরে সরিয়ে, এই বাদাম বিক্রিতে মনোনিবেশ করেন ভুবন।

গান ভাইরাল সংক্রান্ত এ জানান যে গ্রামের কোনো এক যুবক এই গান করতে দেখে ” বাদাম বাদাম, আমার কাছে পাবে কাঁচা বাদাম,” পায়ের তৌরা গলা কানের থাকলে দিয়ে যাবেন ” পাবেন কাঁচা বাদাম।
এই গানটি মোবাইল রেকর্ড করে আর বলে ফেসবুক এ ছাড়বো।
তারপর ভাইরাল হয়েছে এমনকী মোবাইল খুলতেই এই গান দেখা আর শোনা যাচ্ছে।

বীরভূমের বাদাম বিক্রেতার গাওয়া গান ফেসবুক ও ইউটিউব সার্চ ইঞ্জিনে ‘বাদাম’ ব্যাপক ভাইরাল।
আর দেখা গেছে বাংলাদেশের যুবক যুবতীদের দের ফেসবুক ও টিকটক ইউটিউব চ্যানেল এ।
এভাবেই বীরভূমের ভূবন বাদ্যকরের গান গোটা ডূবন দেখছে।

Latest News

RG Kar: আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য! সাফ জানিয়ে দিল কেন্দ্র

আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বার বার প্রাক্তন...

TMC Councillor: ফের তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলা! এবার বাড়িতে ঢুকে…

কসবায় তৃণমূল কাউন্সিলের (TMC Councillor) ওপর হামলার রেশ কাটেনি। তাঁকে (TMC Councillor) বাড়ির সামনে...

Police: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই বড় সিদ্ধান্ত! রাতেই সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল

পুলিশ (Police) অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে। বৃহস্পতিবার বৈঠকে এমনই দাবি করেছিলেন খোদ...

Telecom New Rule: ১ জানুয়ারি থেকে বদলে যাবে টেলিকমের এই নিয়ম, সরাসরি প্রভাব সমস্ত নেটওয়ার্কে

সরকার সময়ে সময়ে টেলিযোগাযোগের নিয়মগুলি (Telecom New Rule) সংশোধন করে। টেলিকম আইনে কিছু নিয়ম...

More like this

RG Kar: আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য! সাফ জানিয়ে দিল কেন্দ্র

আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বার বার প্রাক্তন...

TMC Councillor: ফের তৃণমূল কাউন্সিলরের ওপর দুষ্কৃতী হামলা! এবার বাড়িতে ঢুকে…

কসবায় তৃণমূল কাউন্সিলের (TMC Councillor) ওপর হামলার রেশ কাটেনি। তাঁকে (TMC Councillor) বাড়ির সামনে...

Police: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই বড় সিদ্ধান্ত! রাতেই সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল

পুলিশ (Police) অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে। বৃহস্পতিবার বৈঠকে এমনই দাবি করেছিলেন খোদ...