খবর এইসময়, ওয়েব ডেস্ক: ক্রমশ বিশ্ব জুড়ে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। তারই মধ্যে করোনার থাবা খোদ শাসক শিবিরে। করোনা আক্রান্ত কলকাতা পুরসভার ৪ নম্বর বরো চেয়ারম্যান তথা ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসু। সূত্রের খবর মঙ্গলবার কলকাতা পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধনা বসু। শারীরিক অসুস্থতার কারণে শপথ বাক্য পাঠ করেই তিনি বেড়িয়ে যান। পরবর্তী সময় করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে ভরতি করা হয়েছে বাঙ্গুর হাসপাতালে। অপর দিকে করোনা আক্রান্ত হয়েছেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। যদিও কোন উপসর্গ নেই বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন। কলকাতা পুরসভার শপথের দিন তিনিও উপস্থিত ছিলেন মঞ্চে। বিধায়ক তাপস রায় বেশ কিছু মন্ত্রী, বিধায়কদের সংস্পর্শে আসায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে উপস্থিত ১৪৪ জন কাউন্সিলর, বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা। ইতিমধ্যে প্রত্যেকে কোভিড পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই দু’জন ছাড়াও মেয়রের দফতরের এক ডেটা এন্ট্রি অপারেটরেরও করোনা ধরা পড়েছে৷ তাঁকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে৷