সৌভিক সরকার, বারাসত: রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া। কলকাতার সমস্ত টিকাকেন্দ্রে পাশাপাশি জেলাগুলিতেও এই ডোজ পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ও ষাটোর্ধ্বরা। তবে ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে বলে জানা গিয়েছে।
রাজ্য…দেশ…থেকে বিশ্ব! করোনা-সংক্রমণের কোপে থরহরিকম্প পরিস্থিতি! উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন ভ্যরিয়েন্ট ওমিক্রন! এই পরিস্থিতিতে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। বড়দিনের রাতে প্রিকশন বা বুস্টার ডোজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, হেলথ কেয়ার ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রিকশন ভ্যাকসিন দেওয়াও শুরু হবে ২০২২-এর ১০ জানুয়ারি, সোমবার থেকে। সেই অনুযায়ী আজ সকাল থেকেই বারাসাত জেলা সদর হাসপাতালে দেখা গেল বুস্টার ডোজ নেওয়ার লম্বা লাইন।