নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকারের সঙ্গে ছবি তুলতে কলকাতা থেকে বীরভূমে স্যান্ডি সাহা (Sandy Saha)। দুবরাজপুরে ভুবনের গ্রামে কিছুক্ষণ কাটিয়ে বাদাম কাকার সঙ্গে ছবিও তুললেন স্যান্ডি।
প্রায়দিনই কোনও না কোনও কারণে ভাইরাল হন বাংলা জনপ্রিয় কনটেন্ট মেকার স্যান্ডি সাহা (Sandy Saha)। এ বার স্যান্ডি পৌঁছে গেলেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকে। লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে। সেখানে থাকেন ভুবন বাদ্যকর। যিনি দুবরাজপুরে ‘বাদাম কাকু’ নামেই সমধিক পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ‘বাদাম কাকু’র সঙ্গে হাসিহাসি মুখে একটি ছবিও শেয়ার করেছেন জনপ্রিয় এই কনটেন্ট মেকার। পরনে তাঁর আকাশি-রঙা নাইটি।
এই ভুবন বাদ্যকরের ভরসা বলতে একখানা পুরনো মোটর বাইক। বাদম বেচতে সেই বাহনেই চড়ে বসেন ভুবন। কখনও আবার খালি পায়ে গ্রামে-গ্রামে ঘুরে বাদাম বেচেন। তা দিয়েই চলে যায় সংসার। জীবিকার তাগিদে ঢরঢরে বাইক ছুটিয়ে চলে যান পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও। সোশ্যাল মিডিয়ার সৌজন্য স্যান্ডির মতো সেলেব্রিটি ভুবনও। তাঁর বাদাম বেচার কৌশল ভাইরাল হয়ে ঘুরছে।
বাদাম বাদাম… দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’ এই গানটি গেয়েই বাদাম বিক্রি করেন ভুবন। এতদিন খালি গলায় গান করতেন, তাই ভুবনের পাশে দাঁড়িয়েছে বীরভূমের দু’টি সংস্থা– উপহার ওয়েলফেয়ার সোসাইটি এবং সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি।
বাদাম বিক্রির সময় তাঁর গান যাতে সবাই শুনতে পান, সেই জন্য তাঁকে দেওয়া হল মাইক্রোফোন লাগানো একটি সাউন্ডবক্স। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই সেলেব মর্যাদা উপভোগই করছেন ভুবন বাদ্যকর, থুড়ি ‘বাদাম কাকু’। বাদাম কাকু হয়েই গানে সকলের মনোরঞ্জন করতে চান কুড়ালজুড়ি গ্রামের এই সরল সাধাসিধে মানুষটি।