নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে ১৬ ই জানুয়ারি থেকে ২২ শে জানুয়ারি পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে নামকরণ করা হয়েছে ‘আজাদী কা অমৃত মহোৎসব ‘ শুক্রবার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি উদ্যোগে ফিট ফর ইন্ডিয়া দৌড় এর আয়োজন করা হয়েছিল সুসংহত চেকপোস্টের মধ্যে ।
ল্যান্ড পোর্ট অথরিটিতে কর্মরত কর্মীরা এদিন দৌড়ে অংশগ্রহণ করে এবং সুসংহত চেকপোস্টের মধ্যে শিশুকন্যা দিয়ে বৃক্ষ রোপন করা হয় । পরবর্তীতে উপস্থিত শিশুকন্যাদের হাতে ল্যান্ড পোর্ট অথরিটি পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয় । এই বিষয়ে পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি ম্যানেজার কমলেশ সাইনি জানান, স্বাধীনতা অমৃত মহোৎসব উদযাপিত হচ্ছে পেট্রাপোল সুসংহত চেকপোষ্টে তারই অঙ্গ হিসাবে এদিন দৌড় ও শিশুকন্যা দিয়ে বৃক্ষরোপণ করা হয় ।