খবরএইসময়, ইছাপুরঃ স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা উৎপাদন বিভাগ “আজাদি কা অমৃত মহোৎসব “ উদযাপন করছে । তাই এই বছরটিকে বিশেষভাবে স্মরণ রাখতে আজ সোমবার থেকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিজস্ব আর্মস মিউজিয়াম- এ শুরু হল ৬ দিনব্যাপী অস্ত্র প্রদর্শনী চলবে আগামী ১৯ ডিসেম্বর রবিবার পর্যন্ত ।
রাইফেল ফ্যাক্টরির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার পিকে বেহেরার উপস্থিতিতে এদিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন রাইফেল ফ্যাক্টরি প্রাক্তন জেনারেল ম্যানেজার পি কে দাস।
এই প্রদর্শনীতে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির প্রথম তৈরি বাঁশের বন্দুক থেকে শুরু করে ইন্সাস রাইফেল, শটগান, সিঙ্গেল গান, অ্যাসল্ট রাইফেল, স্নাইপার- সমস্ত অত্যাধুনিক অস্ত্রের সম্ভার নিয়েই এই প্রদর্শনী চলছে।
প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের শুরু করে সাধারণ মানুষ চাক্ষুষ প্রত্যক্ষ করেন। নতুন প্রজন্মের শিশুরা যারা মোবাইল গেমে বন্দুক দেখে অভ্যস্ত তারা প্রদর্শনীতে এসে খুবই আনন্দিত।