পল্লব হাজরা, পানিহাটি: অন্নকূট প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও অনেক শাক্ত পরিবারের পাশাপাশি বিভিন্ন এলাকায় পুরনো মন্দির গুলোতেও এর চল আছে। বনেদি বাড়ি থেকে মন্দিরের পুজো রাজ্যে বিভিন্ন প্রান্তে কালীপুজোর পরের দিন এই উৎসব পালিত হয়।
শুক্রবার উত্তর ২৪ পরগণার পানিহাটি সুখচর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরে পালিত হলো অন্নকূট উৎসব।কথিত আছে, রাজা প্রতাপাদিত্যের মা স্বপ্নাদেশে কালীর মাতৃপ্রতিমা প্রতিষ্ঠা করেন। পরে এক সাধকের তপস্যায় এই মন্দিরের মাতৃ প্রতিমা সিদ্ধেশ্বরী নামে পরিচিতি লাভ পায়। পরবর্তী সময় ১৩০৯ সন এ দাইহাট থেকে নিয়ে আসা কষ্টিপাথর দিয়ে শিল্পীরা তৈরি করেন এই মন্দিরের বিগ্রহ।
ভক্তদের মতে, খুবই জাগ্রত এই মা কালীর মন্দির। এখানে কালী পুজোর দিন ছাগ ও সুপারি বলি প্রথা আজও চালু আছে।
মন্দিরের অন্যতম সদস্য তপন চট্টোপাধ্যায় জানান, আনুমানিক চারশো বছরের এই কালী পুজো, পুজোর পরের দিন প্রধানত পাহাড়ের ন্যায় অন্ন, খিচুড়ি, পনির, ফুলকপি,পায়েস, মালপোয়া সহ বিভিন্ন পদ সাজিয়ে দেবীর ভোগ অর্পণ করা হয়। ভক্তদের জন্য প্রতিবছর থাকে বিশেষ ভোগের ব্যবস্থা।করোনা আবহে কোভিড বিধি মেনেই চলছে পুজোর অনুষ্ঠান। ভক্তদের সমাগম ছিল যথেষ্ট।