পল্লব হাজরা: ডিসেম্বর মাস তবুও শীতের দেখা নেই। আবহাওয়ার এরূপ খামখেয়ালি আচরণে হতাশ মানুষজন। নিম্নচাপের ভ্রুকুটি কাটাতেই ফের চেনা ছন্দে শীত। এক ধাক্কায় তাপমাত্রার পারদ নিম্নমুখী। বেশ কিছু অঞ্চলে কুয়াশার দেখা মিলছে।
আবহাওয়া অফিস সূত্রে খবর সোমবার কলকাতায় তাপমাত্রা ছিল ১৫ডিগ্রী সেলসিয়াস। মঙ্গলবার যা কমে হয় ১৪.২ ডিগ্রী সেলসিয়াস। নিম্নচাপ কাটতেই উত্তরের শীতল হাওয়া প্রবেশ করছে বঙ্গে। ফলে জাঁকিয়ে বসেছে শীত।
আগামী বেশ কিছুদিন ধরে থাকবে এরূপ আবহাওয়া। কলকাতার পাশপাশি জেলা গুলিতেও তাপমাত্রা নিম্নমুখী। পুরুলিয়া, বাকুঁড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা হু হু করে নামছে। কুয়াশাও বাড়ছে। দার্জিলিং এর তাপমাত্রা ৫ডিগ্রীর নিচে অবস্থান করছে। সামনেই উৎসবের মরশুম। শীতের আমেজ বৃদ্ধি পাওয়ায় খুশি পর্যটক থেকে সাধারণ মানুষ।