রেলওয়ে RPF ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে জয়ী ইস্টার্ন রেলওয়ে

নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া: চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হওয়া ২৯ তম পুরুষ ও  প্রথম মহিলা ইন্টার রেলওয়ে RPF ফুটবল টুর্নামেন্ট আজ শেষ হল ফাইনাল খেলার মধ্যে দিয়ে।  ৩-০ গোল দিয়ে সার্দান রেলওয়ে কে হারিয়ে বিজয়ী হয় ইস্টার্ন রেলওয়ে।

রেলের পুরুষ ও মহিলাদের নিয়ে এই নকআউট RPF  ফুবল টুর্নামেন্টটি  কাঁচরাপাড়া রেলওয়ে মাঠে  আয়োজিত হয়। এই টুর্নামেন্টে পুরুষদের ১৩ টি টিম এবং মহিলাদের ৩ টি টিমের খেলা হয়।

আজ শুক্রবার উত্তর২৪ পরগনার কাঁচড়াপাড়া “মাল্টি ডিসিপ্লিনারী স্পেশালাইজড ট্রেনিং ইনস্টিটিউট’ (MDSTI) ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলার  শুভ সূচনা করতে উপস্থিত ছিলেন  RPF- এর ডিজি  সঞ্জয় চন্দ্র (IPS) ও পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।