Breaking: আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার TMC তারকা বিধায়ক সোহমের আপ্ত সহায়ক

সঞ্জয় কাপড়ী, পূর্ব মেদিনীপুর: আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার  অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল (TMC) বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakrabarty) আপ্ত সহায়ক।

সূত্রের খবর, সোমবার বিকেলে সোহমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সজল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পুলিশ। সজলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর।

জানা গিয়েছে, কখনও চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস, কখনও আবার  উঁচু পদে বসিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিতেন লোকের কাছ থেকে। বিষয়টি সোহমের কানে গেলে সজলকে জানান। কিন্তু  উল্টে তাঁকেও সজল ব্ল্যাকমেল করতেন বলেই অভিযোগ করেছেন চণ্ডীপুরের বিধায়ক।