সৌভিক সরকার,ব্যারাকপুরঃ করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে করোনা দাহ করা হল বারাসাতের ২৪ নং ওয়ার্ডের বাদু কাঠোর রোডের ডাকাত কালিবাড়ী এলাকায়। এখনও পর্যন্ত করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৮৬ হাজার,৫১৯ জন, মৃতের সংখ্যা প্রায় ২.৫ লক্ষ।সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৮ জন।
শুধু ভারতেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৭৭৬ এবং মৃতের সংখ্যা ১২০০ বেশি। এরমধ্যে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৭৯৫ এবং মৃতের সংখ্যা ৩৩।এই পরিস্থিতিতে করনা ভাইরাসের প্রতিষোধক এখন আবিস্কার হয়নি। তাই ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ও পুলিশ কর্মীদের মঙ্গল কামনা ও করনায় মৃতদের আত্মার শান্তি কামনায় এই করনা দাহ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।