আরজি কর কাণ্ডে ফের আর একবার হাইকোর্টে (Calcutta High Court) মুখ পুড়ল কলকাতা পুলিশের। পুজো কার্নিভালে মেডিক্যাল ক্যাম্পে যোগ দেওয়ার সময় এক চিকিৎসক শিরদাঁড়া আঁকা টিশার্ট পরে যান। পাশাপাশি বিচার চেয়ে একটি ব্যাজ পরেন। প্রতীকী অনশনের ব্যাজও পরে যান। কিন্তু কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আগে কোনও কারণ না দেখিয়ে পুলিশ তাঁকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় (Calcutta High Court) । সাড়ে তিন ঘণ্টা বসিয়ে রাখেন। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে জানিয়ে দেওয়া হয়, ওই চিকিৎসকের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিকিৎসক তপোব্রত রায়। তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ খারিজ করার আবেদন করেন তিনি। মঙ্গলবার হাইকোর্টেরে অবকাশকালীন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। শুনানিতে বিচারপতি জানিয়েছেন, পরবর্তী শুনানি পর্যন্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
কী হয়েছিল সেদিন?
১৫ অক্টোবর পুজো কার্নিভাল ডিউটি ছিল কলকাতা পুরভার চিকিৎসক তোপব্রত রায়ের। তিনি কাজে যোগ দেওয়ার সময় একটি শিরদাঁড়া আঁকা টিশার্ট পরেন। সেখানে লেখা ছিল শিরদাঁড়া বিক্রী নেই। উই ওয়ান্ড জাস্টিস ব্যাজ পরেছিলেন। পাশাপাশি প্রতীকী অনশনের ব্যাজ পরেন। তাঁকে মাঝ রাস্তা থেকে পুলিশ আটক করে নেয়। তাঁকে ময়দান থানায় দীর্ঘক্ষণ আটক করে রাখে। সেই দিনই চিকিৎসকদের ডাকে দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছিল। বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। চিকিৎসককে আটক করে রাখা হয়েছে শুনে অন্যান্য চিকিৎসক ও সাধারণ মানুষ দ্রোহ কার্নিভাল থেকে ময়দান থানার সামনে চলে আসেন। তিন ঘণ্টা পরে চিকিৎসক তপোব্রত রায়কে ছেড়ে দেওয়া হয়।