শিক্ষক বদলির জন্য রাজ্য সরকারের চালু করা ‘উৎসশ্রী’ পোর্টালের বর্তমান অবস্থা নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। বিচারপতি (Calcutta High court) সৌগত ভট্টাচার্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, আগামী ২১ জানুয়ারির মধ্যে এই পোর্টাল সম্পর্কিত রিপোর্ট জমা দিতে। পোর্টালটি (Calcutta High court)বর্তমানে বন্ধ রয়েছে, যা শিক্ষকদের জন্য আরও সমস্যা তৈরি করেছে বলে জানা গিয়েছে।
শিক্ষক-শিক্ষিকাদের বদলির সুবিধার্থে রাজ্য সরকার ‘উৎসশ্রী’ পোর্টাল চালু করলেও, অভিযোগের শেষ নেই। দিনের পর দিন আবেদন করেও সাড়া না পেয়ে বহু শিক্ষক-শিক্ষিকা সমস্যায় পড়েছেন। ফলে বাধ্য হয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
নদিয়ার জামশেরপুরের শিক্ষিকা অপরূপা পাঠক ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ‘উৎসশ্রী’ পোর্টালে বদলির জন্য আবেদন করেছিলেন। তিনি উত্তর ২৪ পরগনার একটি স্কুলে বদলি চেয়েছিলেন, যেহেতু সেখানেই তাঁর পরিবার ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংযোগ। আড়াই বছর কেটে গেলেও তাঁর আবেদন কার্যকর হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেন।
অপরূপা পাঠক দাবি করেছেন, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বদলির আবেদন করেন তিনি। কিন্তু এখনও সেটা কার্যকর করা হয়নি। অপরূপা পাঠক নদিয়া থেকে উত্তর ২৪ পরগনার কোনও স্কুলে বদলি চেয়েছিলেন। দীর্ঘদিন কোনও সুরাহা না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। শিক্ষক বদলির মামলায় আগামী ২১ জানুয়ারি তারিখের মধ্যে রাজ্য সরকারকে ওই রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে।