আরজি করে কাণ্ডের পর যখন বার বার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই সময় নিরাপত্তার প্রশ্নকে আরও জোড়াল করে এবার হাইকোর্টে (Calcutta High Court) শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা আইনজীবী। হাইকোর্টের (Calcutta High Court) এক তরুণী আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল হাইকোর্টেরই (Calcutta High Court) এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাইকোর্টে (Calcutta High Court) চাঞ্চল্য শুরু হয়। নারী সুরক্ষার প্রশ্নের মুখে খোদ কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ওই তরুণী আইনজীবী ইতিমধ্যে হেয়ারস্ট্রিট থানায় ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ উঠেছে, লিফটে (Calcutta High Court) একা পেয়ে ওই মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করে কলকাতা হাইকোর্টের ওই কর্মী। জানা গিয়েছে, অভিযুক্ত হাইকোর্টে চতুর্থ শ্রেণির কর্মী। বেলা ১১টা নাগাদ যখন হাইকোর্টে তরুণী আইনজীবী লিফটে ছিলেন, তখন ওই তরুণীও লিফটে ছিলেন। তরুণীকে একা পেয়ে হাইকোর্টের ওই কর্মী শ্লীলতাহানির চেষ্টা করে। এরপর লিফট থেকে নেমে আইনজীবী তার সহকর্মীদের বিষয়টি জানান। তবে ততক্ষণে অভিযুক্ত চতুর্থ শ্রেণির ওই কর্মী এজলাসে ঢুকে যান।
বিষয়টি জানার পরেই তরুণী আইনজীবীর সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। সেই মুহূর্তে তাঁরা এজলাসে প্রবেশ করেন। সেখান থেকে অভিযুক্তকে টেনে এজলাস থেকে বাইরে বের করেন। বাইরে বের করার পরেই অভিযুক্তকে চড়, থাপ্পড় মারতে শুরু করেন তরুণী আইনজীবীর সহকর্মীরা। এর জেরে হাইকোর্টের অভ্যন্তরে উত্তেজনা ছড়ায়। পরে তরুণী আইনজীবী হেয়ারস্ট্রিট থানায় চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে তদন্তে নেমেছে হেয়ারস্ট্রিট থানার আধিকারিকরা। অভিযুক্তকে নোটিশ দেওযা হবে বলে জানা গিয়েছে।
ওই তরুণী আইনজীবী অভিযোগ করেছেন, অভিযুক্ত আগেও বহুবার তাঁর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। আগে তাঁর মামলা তুলে দেওয়ারও একাধিকবার প্রলোভন দেখানো হয়েছে। ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় হাইকোর্টের মধ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরেও দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় হাইকোর্টের এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন যুবক ওই মহিলা আইনজীবীর ছবি তোলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ।