বেআইনি নির্মাণ বা জবরদখল নিয়ে একাধিক মামলা হাইকোর্টে (Calcutta High Court) এসেছে। সেই জবর দখল বা বেআইনি নির্মাণের বিরুদ্ধে নির্মাণের বিরুদ্ধে রায় দিয়েছে। এবার খোদ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জমি জবরদখলের অভিযোগ উঠল। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জন্য স্থায়ী (Calcutta High Court) ভবনের কাজ দ্রুত গতিতে চলছে। আর সেখানেই হাইকোর্টের (Calcutta High Court) জমি দখল করে কিছু বসতি গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় দ্রুত জমি খালি করার নির্দেশ দিল প্রশাসন।
জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে। মাস খানেক আগে স্থায়ী ভবন নির্মাণের কাজ দেখতে গিয়েছিলেন বিচারপতিরা। সেখানে তাঁরা দেখেন সেখানে জবরদখল করে বসতি গড়ে উঠেছে। এই বিষয়ে হাইকোর্টের বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে অবৈধভাবে বসবাস করার জন্য এলাকা খালি করার নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছ থেকে সেই নির্দেশ পাওয়ার পরেই নোটিশ পাঠানো হল জেলা প্রশাসনের তরফে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৭ দিনের মধ্যে হাইকোর্টের জায়গা ফাঁকা না করা হলে বুলডোজার চালানো হবে।
জানা গিয়েছে, বুধবার জলপাইগুড়ি সদর বিডিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। সেখানে পরিবারগুলিকে উচ্ছেদ করতে গেলে তারা নিজেদের অসহায় অবস্থার কথা জানান। তখন জেলা প্রশাসনের তরফে সাত দিনের নোটিশ দেয়। জানানো হয়, সাত দিনের মধ্যে সেই জমি খালি করে দিতে হবে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁরা জানতেন না এটা হাইকোর্টের জমি। তবে তাঁরা বিভিন্ন দফতরে পুনর্বাসনের আবেদন জানিয়েছেন। কিন্তু সেখান থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তাঁরা জানিয়েছেন, তাঁদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। এভাবে তাঁদের উচ্ছেদ করে দিলে, তাঁরা কোথায় যাবেন।