নিউজ ডেস্কঃ বাংলায় ২১-এর নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসকদল বিজেপির নির্বাচনী প্রচার এক প্রকার শুরু হয়ে গিয়েছে।বিভিন্ন নির্বাচনী জনসভায় একদিকে বুয়া-ভাতিজা তো অপর দিকে গদ্দার-মিরজাফর বলে আক্রমন শানাতে দেখা গিয়েছে। বিভিন্ন জনসভায় কয়লাকাণ্ডে অভিষেকের নাম জড়িয়ে আক্রমণ শানাচ্ছিলেন বিজেপি নেতারা। এরই মধ্যেই আজ দুপুর দুটো নাগাদ অভিষেকের বাড়িতে হঠাৎই পৌঁছে যায় সিবিআই।
সূত্রের খবর, কয়লাকাণ্ডে অভিষেকের নাম জড়িত থাকার অভিযোগে নোটিস নিয়ে অভিষেকের বাড়িতে হানা দেয় সিবিআই।মূলত অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিস দিতে এবং তাঁদের সুবিধে মতো দিনেই সিবিআই তাঁদের সাথে কথা বলতে চায় বলে সূত্রের খবর।
তবে, এইভাবে অভিষেকের পরিবারে সিবিআই হানা ভোট রাজনীতিতে প্রভাব ফেলবে বলে ওয়াকিবহাল মহলের ধারনা।