আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আগামী সপ্তাহে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। সেই চার্জশিটে তথ্য এবং প্রমাণ লোপাট সহ ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। অন্যদিকে, চার্জশিট পেশের দিন অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে (Sandeep Ghosh) সশরীরে হাজির করার নির্দেশ শিয়ালদা আদালতের তরফে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সিবিআই সোমবার আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সোমবার চার্জশিট পেশ করার চেষ্টা করছে সিবিআই। তা যদি কোনওভাবে সম্ভব না হয়, সেক্ষেত্রে বুধবার সেই চার্জশিট পেশ করা হবে। এর আগে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। প্রসঙ্গত, আরজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। সেই সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। প্রথমে রাজ্য পুলিশ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে। কিন্তু পরে হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত শুরু করে সিবিআই।
১২৫ পাতার চার্জশিটের সঙ্গে বিভিন্ন তথ্যপ্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছিল আদালতে। সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে, সন্দীপ ঘোষের নেতৃত্বেই দুর্নীতি হয়েছে। এছাড়া চার্জশিটে রয়েছে আশিস পান্ডে, ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিংহ ও আফসার আলি খানের নাম। এর আগে সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে, সন্দীপ ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্কে বেআইনি লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করে মামলার তদন্ত চলছে। ঘটনায় সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ির একাধিক সদস্যের হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। তদন্তকারী আধিকারিকরা সন্দেহ প্রকাশ করেন, সন্দীপই নিজের আত্মীয়দের নামে এই সব সম্পত্তি কিনে থাকতে পারেন।