শৌভিক সরকার, ব্যারাকপুরঃ করণা আবহে লকডাউন সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সকালে বালিগঞ্জ বিএসএফ ক্যাম্প থেকে বের হন কেন্দ্রীয় প্রতিনিধিরা। নিরাপত্তার দায়িত্বে বিএসএফ জওয়ানরা, প্রথমে তারা বেলেঘাটা এলাকা পরিদর্শন করেন। বেলেঘাটা আইডি হাসপাতালের আশেপাশে ছবিও তোলেন। এরপর সল্টলেক আমরি হাসপাতাল এ যান ও তারপর বারাসাত টাকি রোডের একটি করোনা হাসপাতালে যান।
বারাসাত কদম্বগাছি এলাকায় সি এন আর সি মেডিকেল হসপিটালটি করোনা হাসপাতাল তৈরি করা হয়েছে।সেই হাসপাতলে এসে পর্যবেক্ষক দল প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, পরে রোগীদের সঙ্গেও কথা বলেন।তদের থেকে জানেন, কিভাবে রোগীরা রয়েছেন, ঠিক মত টেস্ট করা হচ্ছে কিনা সেই সমস্ত দিক গুলো তারা খতিয়ে দেখেন। এর পাশাপাশি তারা গুরুত্ব দিচ্ছেন সমস্ত কিছুর ওপর। আজকে উত্তর 24 পরগনা জেলা পরিদর্শন করছেন। পাশাপাশি তারা লকডাউন কেউ কার্যকর হচ্ছে কিনা সেই দিক খতিয়ে দেখছেন।