খারাপ সময় যেন আর শেষই হতে চাইছে না পেপ গার্দিওলার। চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) টানা ম্যাচ হেরে চলেছে তার দল ম্যানচেস্টার সিটি। এবার জুভেন্তাসের কাছে ২-০ গোলের পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) থেকে ছিটকে পড়ার আশঙ্কায় গার্দিওলার সিটি। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সিটির অবস্থান এখন ২২ নম্বরে। প্লে–অফ খেলতে হলে অন্তত ২৪–এর মধ্যে থাকতে হবে।
বুধবার রাতে জুভেন্তাসের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই অবশ্য জুভেন্টাসকে চেপে ধরার চেষ্টা করেছিল সিটি। বেশ কয়েকটি আক্রমণ শানায় গার্দিওলার দল। কিন্তু গোল আসেনি। ম্যাচের ৪০তম মিনিটে সিটিকে চরম হতাশ (Champions League) করেন হালান্ড। গোলরক্ষক মিচেলে ডি গ্রেগেরিওকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি! গোলশূন্যভাবেই কাটে প্রথমার্ধ।
বিরতির পর ৫৩ মিনিটে এগিয়ে যায় জুভেন্তাস। টার্কিশ ফরোয়ার্ড কেনান ইলদিজের ক্রস থেকে বল জালে পাঠান দুসান ভ্লাহোভিচ। পিছিয়ে পড়ে বারবার আক্রমণ শানালেও জুভেন্তাসের ডিফেন্সে আটকা পড়ছিল সিটি। উল্টো ৭৫ মিনিটে টিমোথি উইয়াহর পাসে চোখধাঁধানো এক ভলিতে গোল করে সিটির কফিনে শেষ পেরেক পুতে দেন ম্যাককেনিয়ে।