বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) প্রথম ম্যাচেই ইতিহাস গড়েন মহম্মদ শামি। বাংলাদেশের ব্যাটার জাকের আলীর উইকেট শিকারের মাধ্যমে তাঁর 200তম ওডিআই উইকেট সম্পন্ন করেন। মিচেল স্টার্কের পর একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ২০০ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি।
What a start to the #ChampionsTrophy 2025 for Mohammad Shami 👏#BANvIND ✍️: https://t.co/zafQJUBu9o pic.twitter.com/VOVZtEMjWn
— ICC (@ICC) February 20, 2025
বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) প্রথম ম্যাচটি মহম্মদ শামির ১০৪তম একদিনের ম্যাচ। ম্যাচে ভারতের হয়ে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটান শামি। ম্যাচের প্রথম ওভারের শেষ বলে তিনি সৌম্য সরকারকে শূন্য রানে বোল্ড করেন। পাওয়ারপ্লেতে শামির দ্বিতীয় শিকার মেহদি হাসান।
2⃣0⃣0⃣ wickets and counting!
Mohd. Shami becomes the fastest bowler for India to scalp 200 ODI wickets! 🫡
Follow the Match ▶️ https://t.co/ggnxmdG0VK#TeamIndia | #BANvIND | #ChampionsTrophy | @MdShami11 pic.twitter.com/CqLyuQPh3X
— BCCI (@BCCI) February 20, 2025
বাংলাদেশের ব্যাটার জাকের আলী ৬৮ রানে ব্যাট করছিলেন। ৪৩তম ওভারের চতুর্থ বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লে শামি তাঁর ২০০তম একদিনের উইকেট সম্পূর্ণ করেন। শামি দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। ১০২ ম্যাচে ২০০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। শামি ১০৪ ম্যাচে ২০০ উইকেট নিয়েছিলেন।
২০০ উইকেট নেওয়া অষ্টম ভারতীয় বোলার
একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী অনিল কুম্বলে। তিনি ২৭১ ম্যাচে ৩৩৭ উইকেট নিয়েছেন।
১. অনিল কুম্বলে (337)
২. জাভাগল শ্রীনাথ (315)
৩. অজিত আগরকার (288)
৪. জহির খান (282)
৫. হরভজন সিং (269)
৬. কপিল দেব (253)
৭. রবীন্দ্র জাদেজা (226)
৮. মহম্মদ শামি (200)