চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিশোধ নিতে মরিয়া আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের রাজনীতিবিদদের আপত্তির মুখে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলো আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিরুদ্ধে ম্যাচ না খেলার দাবি তোলা হয় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়।
তবে, দু’দেশের ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলার সুবাদে এই ম্যাচে বেশ সুবিধা পাবে আফগানরা। নুর আহমেদ ও রশিদ খান ছিলেন সেই সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এ দুই তারকার ফর্মের ওপর নির্ভর করবে হাশমতউল্লাহ শাহিদির দল।
Afghanistan take on South Africa in the first match of Group B in Karachi 🏏
How to watch the big clash 👉 https://t.co/S0poKnwS4p pic.twitter.com/qXB7i5Uh9g
— ICC (@ICC) February 21, 2025
এদিকে ইনুজরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন গাজানফার। তার পরিবর্তে কোচের ভরসা নুর আহমেদ। ফিরেছেন ইব্রাহীম জাদরানও। চোট নিয়ে সমস্যা আছে দক্ষিণ আফ্রিকা শিবিরেও। খেলতে পারবেন না রায়ান রিকেলটন ও স্টাবস। শেষ চার ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে আফগানরা। এরমধ্যে আছে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জয়ের সুখস্মৃতি। তাই এই ম্যাচেও জয়ের লক্ষ্য আফগানদের। ছাড় দিতে নারাজ দক্ষিণ আফ্রিকাও।
Afghanistan’s spin prowess will come up against South Africa’s hard-hitting batting in an enthralling #ChampionsTrophy clash 😯
Match preview 👇#AFGvSAhttps://t.co/IaaSrEF4O3
— ICC (@ICC) February 20, 2025
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর মধ্যে সর্বশেষ দুটিতেই জিতেছে তারা। ওই আত্মবিশ্বাসে ভর করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে চোখ আফগানিস্তানের।
ম্যাচের (Champions Trophy) আগের দিন সংবাদ সম্মেলনে নিজের দলের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেন আফগান অধিনায়ক, ‘আমি বিশ্বাস করি আমাদের দলটা ভালো, এই ধরনের কন্ডিশনও আমাদের জন্য মানানসই। অধিনায়ক ও দলের নেতা হিসেবে আমি খুবই আত্মবিশ্বাসী আমরা পরের ধাপে যেতে পারব। আমরা কঠোর পরিশ্রম করছি সেটার জন্য। গত দুই বছরে আমরা অনেক মানসম্পন্ন ক্রিকেট খেলেছি। আমাদের জন্য এবার ভালো সুযোগও, কারণ ছেলেরা বেশ অভিজ্ঞ।’