Homeখেলার খবরChampions Trophy: রোহিতরা কি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে? ইঙ্গিত দিল বোর্ড

Champions Trophy: রোহিতরা কি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে? ইঙ্গিত দিল বোর্ড

Published on

শেষবার চ্যাম্পিয়ন ট্রফির (Champions Trophy) আসর বসেছিল ২০১৭ সালে, ইংল্যান্ডে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আট বছর পর আবারও বসতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এবার আয়োজক দেশ পাকিস্তান। তাই, অবশ্যম্ভাবীভাবে প্রশ্ন উঠছে আইসিসির এই প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নিয়ে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চাপানউতোর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জানা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। আর পিসিবি বলছে, আনুষ্ঠানিক ঘোষণা এলে করণীয় ঠিক করবে তারা।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বছরখানেক বাকি থাকলেও ভারতের পাকিস্তান যাওয়া নিয়ে বিতর্কের শুরু রোহিত শর্মার সাম্প্রতিক এক মন্তব্যের সূত্র ধরে। গত সপ্তাহে ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের পডকাস্টে ভারতের তিন সংস্করণের অধিনায়ক বলেন, ভারত–পাকিস্তানের মধ্যে নিয়মিত সিরিজ চান তিনি। এ প্রসঙ্গে সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠাতে রাজি হলে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজের কথা ভাববে পিসিবি।

নাকভির এই মন্তব্য নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে এক  নিউজ সার্ভিস এজেন্সি। সংবাদমাধ্যমটির কাছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করে বিসিসিআইয়ের একটি সূত্র। এমনকি চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়ে দেওয়া হয়, ‘দ্বিপাক্ষিক সিরিজের কথা ভুলে যান। ভারত দল তো চ্যাম্পিয়নস ট্রফির জন্যই পাকিস্তানে না যেতে পারে। সে ক্ষেত্রে ভেন্যু বদলানো হতে পারে, হাইব্রিড মডেলেরও সম্ভাবনা আছে।’

২০২৩ এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে। ভারত ছাড়া বাকি সব দল পাকিস্তানে গেলেও রোহিতদের ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও একই পথে হাঁটতে চায় বিসিসিআই। তবে এ ক্ষেত্রে বড় পার্থক্য হল, এটি আইসিসি’র টুর্নামেন্ট।

ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১২–১৩ মরসুমে। এখন দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসির টুর্নামেন্টেও যদি ভারত পাকিস্তানে না যায়, সে ক্ষেত্রে পিসিবির করণীয় কী হবে আগেই ভেবে রাখা হচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড হয়ত চ্যাম্পিয়নস ট্রফিতে দল না পাঠানোর কথাই ভাবছে। আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের হাতে নেই, যেহেতু আয়োজক দেশ পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানে দল না পাঠায়, তাহলে সমস্যায় পড়তে পারে বিসিসিআই।

Latest News

IND vs AUS: পার্থ টেস্টের ২৪ ঘন্টা আগে বিসিসিআইয়ের বড় ঘোষণা, গিলের জায়গা নিলেন এই ব্যাটসম্যান

২৪ ঘণ্টা পর বর্ডার গাভাস্কার ট্রফি (Border Gavaskar Trophy) শুরু হবে। কিন্তু এর আগে...

ICC issues arrest: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC issues arrest) বিচারকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা...

EPFO: UAN নম্বরের জন্য নতুন আদেশ জারি, দিল সরকার, জেনে নিন কিভাবে চালু করবেন

কেন্দ্রীয় সরকার শ্রম মন্ত্রকের মাধ্যমে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ড অর্গানাইজেশনের (EPFO) জন্য একটি ডিক্রি জারি...

Mayar Khela: রবীন্দ্র গীতিনাট্য ‘মায়ার খেলা’ মঞ্চস্থ মায়া সেনের জন্মদিনে

স্বর্ণকুমারী দেবী প্রতিষ্ঠিত ‘সখী সমিতির’ উদ্যোগে রবীন্দ্রনাথ ২৭ বছর বয়সে রচনা করেন তার তৃতীয়...

More like this

Mayar Khela: রবীন্দ্র গীতিনাট্য ‘মায়ার খেলা’ মঞ্চস্থ মায়া সেনের জন্মদিনে

স্বর্ণকুমারী দেবী প্রতিষ্ঠিত ‘সখী সমিতির’ উদ্যোগে রবীন্দ্রনাথ ২৭ বছর বয়সে রচনা করেন তার তৃতীয়...

Suvendu on Beldanga: বেলডাঙার সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া‍য় পোস্ট শুভেন্দুর

গত শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক সংঘর্ষে ঘর বাড়ি ভাংচুর এবং আগুন, কার্ত্তিক পুজার...

Beldanga Communal Violence: বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষে আগুন, একাধিক বাড়ি ভাঙচুর, প্ররোচনায় পা না দেওয়ার আবেদন সুকান্ত মজুমদারের

মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক হিংসায় (Beldanga Communal Violence )হিন্দুদের বেছে বেছে মারধর,বাড়িতে বাড়িতে...