নিউজ ডেস্ক, কলকাতা: করোনা আবহে মাধ্যমিকের ফল প্রকাশে অনেকটাই দেরি হয়ে গিয়েছে৷ ১৫ জুলাই অনলাইনে প্রকাশিত হয় মাধ্যমিকের ফলাফল৷ এবার পালা মার্কশিট বিতরণের৷ কিন্তু করোনার জেরে প্রায় চার মাসের বেশি সময় বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান৷
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, দীর্ঘ দিন স্কুলগুলি বন্ধ ছিল৷ তাই ভালোভাবে স্যানিটাইজ করার পরই খোলা হবে স্কুল৷ তারপর মার্কশিট বিতরণের কাজ শুরু হবে৷ সেই মতো ২২ ও ২৩ জুলাই মার্কশিট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷
এরই মধ্যে গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেয় সপ্তাহে দুদিন করে রাজ্যে লকডাউন জারি থাকবে৷ সেই মতো চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার লকডাউন ঘোষণা করেন তিনি৷ এবার দেখা গিয়েছে ২৩ জুলাই বৃহস্পতিবার পড়েছে৷ অর্থাৎ ওই দিন রাজ্যে লকডাউন৷
তাই বাধ্য হয়ে মাধ্যমিকের মার্কশিট বিতরণের দিন পরিবর্তন করা হয়৷ সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২২ ও ২৪ জুলাই মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে৷ অর্থাৎ ২৩ তারিখের পরিবর্তে ২৪ জুলাই করা হয়েছে৷ এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে৷
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, আগামী ২২ ও ২৩ জুলাই রাজ্যে মোট ৫০টি ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে৷ ওই দু’দিন সকাল ১০টা থেকে শুরু হবে মার্কশিট বিতরণের কাজ৷ তবে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া হবে না৷ স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা৷ পড়ুয়াদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে তাঁদের।
তিনি আরও জানান, মার্কশিট বিতরণের দুদিন স্কুলের সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের উপস্থিত থাকতে হবে৷ মার্কশিট বিতরণের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার দায়িত্ব থাকবে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা৷ অন্তত ৫০% শিক্ষক বা শিক্ষিকা দু’দিন স্কুলে উপস্থিত থাকতেই হবে৷ সেই সঙ্গে সকলকে সমস্ত বিধিনিষেধ মেনে মার্কশিট বিতরণের কাজ করতে হবে৷ অর্থাৎ মাস্ক, গ্লাভস সমস্ত কিছু পড়ে কাজ করতে হবে তাঁদের৷ সেই সঙ্গে সামাজিক দূরত্বও মেনে চলতে হবে৷