আরজি কর কাণ্ডের পর বার বার সংবাদের শিরোনামে উঠে আসছে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। বার বার প্রকাশ পাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer)দৌরাত্ম। কখনও সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে তো কখনও অভিযোগ উঠছে মহিলাদের নিগ্রহ। এবার কলকাতায় প্রতিবেশী মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে নাম জড়াল সিভিক ভলান্টিয়রের (Civic Volunteer)।
এন্টালি থানা এলাকার শম্ভুবাবু লেনে ঘটনাটি ঘটেছে। অভিযুক সিভিক ভলেন্টিয়ারের নাম সন্তোষলাল প্রসাদ। মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে পড়েন। তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। ভয়ে ওই মহিলা চিৎকার করতে থাকে। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা অভিযুক্তকে আটকে রেখে এন্টালি থানায় খবর দেন। পরে এন্টালি থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কালী পুজোর রাতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ওই সিভিক ভলেন্টিয়ার মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে বলে নির্যাতিতা অভিযোগ করেন। পরে নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশী ও বাবা-মা ছুটে আসেন। এরপরেই ভয়ে পালিয়ে যান সিভিক ভলেন্টিয়ায়। ঘটনার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নির্যাতিতা মালদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। অভিযোগ জানান। নির্যাতিতাকে আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার।
অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে সিবিআই তদন্তভার নিলে, তাকে হস্তান্তর করে। সিবিআই তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়ের উপস্থিতির একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। যদিও সঞ্জয় রায় বার বার দাবি করেছেন, তিনি ধর্ষণ বা খুন করেননি। তাঁকে সরকার ফাঁসাচ্ছে। ডিপার্টমেন্ট থেকে তাঁকে চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিয়ালদহ আদলতে আরজি কর কাণ্ডের চার্জ গঠন হয়েছে। সোমবার থেকে ছুটির দিন ছাড়া প্রতিদিন ট্রায়াল শুরু হবে।