CJI DY Chandrachud: যাঁরা আমাকে ট্রোল করতেন, তাঁরা বেকার হয়ে পড়বেন, বিদায়ী ভাষণে ট্রোলারদের কটাক্ষ প্রধান বিচারপতির

শুক্রবার ছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) চাকরির শেষ দিন। রবিবার তিনি অবসর নিচ্ছেন। তাঁর বিদায়ী ভাষণে যাঁরা তাঁকে ট্রোল করছেন, তাঁদের কটাক্ষ করেন তিনি।

বিচারপতি চন্দ্রচূড় (CJI DY Chandrachud) বলেন, ‘আমিই সম্ভবত সবচেয়ে বেশি ট্রোল হওয়া বিচারক। আমি ভাবছি যারা আমাকে ট্রোল করছে তারা সোমবার থেকে কী করবে? তাঁরা বেকার হয়ে পড়বেন। তিনি তাঁর বিদায়ী ভাষণে বশির বদরের সিংহও আবৃত্তি করে ট্রোলারদের জবাব দেন।

CJI Chandrachud Bids Farewell: Viral Photo Captures Final Rise From Supreme Court Chair | Times Now

৮ই নভেম্বর ছিল ভারতের প্রধান বিচারপতি হিসাবে ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) কার্যকালের শেষ দিন। তাঁর শেষ কর্মদিবসে ডিওয়াই চন্দ্রচূড় কৃতজ্ঞতা ও নম্রতার সঙ্গে তাঁর বিচার বিভাগীয় যাত্রার কথা তুলে ধরেন। এই সময় তাঁকে খুব আবেগপ্রবণ হতে দেখা যায়। তিনি বলেন, ‘আমি যদি কখনও আদালতে কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন।

প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের পুত্র ডি ওয়াই চন্দ্রচূড়। দেশের প্রধান বিচারপতি হিসেবে তারাই একমাত্র পিতাপুত্র জুটি। বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় ১৯৭৮ সালে প্রধান বিচারপতি পদে নিযুক্ত হন এবং ১৯৮৫ সালে অবসর গ্রহণ করেন। তিনি এই পদে সাত বছরের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তাঁর পুত্র বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ ছিল দুই বছরের একটু বেশি। তাঁর আমলে ওয়াই ভি চন্দ্রচূড় সঞ্জয় গান্ধীকে “কিস্সা কুর্সি কা” চলচ্চিত্র সম্পর্কিত একটি মামলায় কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন।