রাজ্যের মন্ত্রীদের জন্য নয়া নিয়ম জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেসরকারি কোনও অনুষ্ঠানে কোনও মন্ত্রী যেতে চাইলে তা আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরকে (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই নির্দেশ ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন হঠাৎ করে মন্ত্রীদের ওপর এই নির্দেশ দেওয়া (Mamata Banerjee) হল, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত এক ব্যক্তির হাত থেকে সম্বর্ধনা নিয়েছিলেন রাজ্যের এক মন্ত্রী। যার জেরে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। বেড়েছিল রাজ্য সরকারের অস্বস্তি। সেই সংবর্ধনার ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছিল। সেই খবর ও ছবি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছায়। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বেসরকারি কোনও অনুষ্ঠানে যেতে হলে আগে মুখ্যমন্ত্রীর দফতর থেকে অনুমতি নিতে হবে।
২০২৬ সালে বিধানসভার নির্বাচন। তার আগে ২০২৫ সাল থেকে রাজ্যের মন্ত্রীদের এই নির্দেশ মানতে হবে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের অস্বস্তি যাতে নতুন না করে না বাড়ে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। মুখ্যমন্ত্রী বারবার ছোট থেকে মাঝারি-বড় নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই কোনও ধরনের অন্যায় সহ্য করা হবে না। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়দের নাম জড়িয়েছে। গোরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। জেলে থাকতে হয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে তৃণমূল যে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কঠোর অবস্থান নিচ্ছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কোনও ঝুঁকি নিতে চাইছেন না সে কথা ফের বুঝিয়ে দিলেন মন্ত্রীদের ওপর ফরমান জারি করে।