খবর এইসময়,নিউজ ডেস্কঃ করোনা সংক্রমন ক্রমশ বেড়েই চলেছে। বিশ্ব জুড়ে এখন শুধু অপেক্ষা ভ্যাকসিনের। যেখানে ভারতের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে কিছুটা হলেও বাংলায় কমছে করোনা সংক্রমণের হার। আর এই পরিস্থিতিতেই রাজ্যে পৌঁছল করোনা ভ্যাকসিন।
নাইসেডে এসে পৌঁছল ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন। মূলত পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা।জানা গিয়েছে, কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। সেই কারণেই ১ হাজার টিকা আনা হয়েছে।